দিনের পর দিন এক বিশেষ কায়দায় নিজের মেয়েকেই ধর্ষণ করত বাবা,কিভাবে শুনলে আপনিও চমকে যাবেন


দেশে ধর্ষণ যেভাবে বাড়ছে এই কথা মাথায় রেখে প্রতিটি স্কুলেই এখুন ছাত্র ছাত্রীদের যৌন শোষণ সম্ভব্য বিষয় সম্পর্কে সচেতন করা হচ্ছে
photo by google.com

কিন্তু এই প্রশিক্ষণ দিতে গিয়ে উত্তরপ্রদেশের বাজঘড়া জেলার বেসরকারি স্কুলের শিক্ষিকা এক ভয়ংকর সত্যর সামনে হলো।
প্রতিদিনের মতো সেদিনও ওই স্কুলের ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। বছর ১২-এর এক কিশোরী যে সে প্রায় ৭ বছর ধরে ধর্ষিতা হচ্ছে। আর ধর্ষক অন্য কেউ না তার বাবা। বিষয়টি শিক্ষিকাকে জানানোর পরে তিনিও হতবাক হয়ে যান। শেষ পর্যন্ত স্কুলের প্রিন্সিপ্যাল এবং ওই শিক্ষিকার ওই ছাত্রী তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। বিষয়টি জানাজানি হতেই রীতিমতো অবাক সকলে।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানৌজ জেলার একটি গ্রামে। অভিযুক্ত ব্যক্তি মোবাইল টাওয়ারে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে বলে জানা গেছে। সে দীর্ঘদিন ধরেই তার নিজের মেয়েকে ধর্ষণ করছে বলে অভিযোগ। তার মেয়ে বিষয়টি স্কুলে জানালে স্কুলের থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ওই স্কুলের প্রিন্সিপ্যাল কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থাকেও বিষয়টি জানান। আপাতত স্বেচ্ছাসেবী সংস্থাই ওই কিশোরীর দেখভাল করছে বলে জানা গেছে।
ওই কিশোরী আরও জানায় তার যখন ৫ বছর বয়স তখন থেকেই তার বাবা তার ওপর যৌন অত্যচার করতো। সে প্রতিবাদ করায় তাকে মারধরও করা হত বলে সে জানিয়েছে। এমনকি তার মাও বিষয়টি জানত। শুধু সে একা নয় তার ছোট বোনকেও ধর্ষণ করত তার বাবা বলে সে জানিয়েছে। তার বাবার বিরুদ্ধে আইপিসি সেকশন ৩৭৬ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

[বি: দ্র:~ সুপ্রভাত.ইন ,বাংলাতে প্রকাশিক নতুন ব্লগ এ আপনাকে স্বাগত , আপনাদের প্রতি অনুরোধ আমাদের ব্লগ এ আপনার ইমেইল টি সাবস্ক্রাইব করুন পরবর্তী পোস্ট সর্বপ্রথম পেতে । আপনি Google Chrome ব্যবহারকারী হলে , লাল ঘন্টা বোতাম এ টিপে সাবস্ক্রাইব করে দিন। আমাদের পোস্ট গুলি ভালো লাগলে আপনাদের সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করুন ]

x

Comments

Popular posts from this blog

বাংলা খবর, ভারত খবর, আজকের খবর, 24 ঘন্টার খবর

BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

EVM কারচুপির অভিযোগ করায় "সুপ্রিম কোর্টে " বড়সড় ধাক্কা খেল কংগ্রেস