কয়লা চোর ধরতে জার্মান শেফার্ডদের নামালো ইসিএল

কয়লা চুরি রুখতে এবার খনি পাহারায় নামালো ইসিএল।যে সে কুকুর নয়,এ জন্য কাজে লাগানো হচ্ছে দুটি জার্মান শেফার্ড কে।তাদের নাম লাকি ও গ্যালাক্সি।কয়লা চুরি রুখতে দেশের কোনো খনি এলাকায় এই প্রথম  প্রশিক্ষিত কুকুরদের কাজে লাগানো হলো বলে জানিয়েছেন ইসিএল কর্তৃপক্ষ।
আপাতত ইসিএল এর সালানপুর  এরিয়া তে কুকুর দুটি কে কাজে নামানো হয়েছে।এই পরিকল্পনা সফল হলে পুরো ইস্টআর্ন কোলফিল্ড এলাকা জুড়ে কয়লা চোরদের রুখতে এই ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন ইসিএল এর  চিফ  সিকিউরিটি অফিসার তন্ময় দাস।তিনি বলেন'এক সময় ইসিএল এ বছরে আটশ কোটি টাকার কয়লা চুরি হতো।ধীরে ধীরে তা নিয়ন্ত্রিত হয়।বছর তিনেক আগে তা কমে গেলেও ফের তা বেড়ে গেছে।তাই নতুন করে ভাবতে হচ্ছে।
এক্ষেত্রে সাফল্য মিললে একটি ডগ স্কোয়াড গড়া হবে বলে জানিয়েছেন তন্ময়। তিনি বলেন ,'সেনাবাহিনী  তে থাকাকালীন দেখেছি,বিভিন্ন ক্ষেত্রে পাহারা দেওয়ার কাজ করেছে কুকুর।যদি দেখি,তিন মাসের মধ্যে সালানপুরের কুকুর দুটি ভালো কাজ করছে,চুরি আটকাতে পারছে তাহলে আমরা একটি ডগ স্কোয়াড করার কথা ভাববো।ইসিএল এর বোর্ড মিটিং এ তা পাস করার জন্য পাঠাবো।  জানা গিয়েছে কুকুর দুটির দেখ ভাল র জন্য টুটি হ্যান্ডেলার নিয়োগ করা হয়েছে।আরো একজন কে আনা হবে।
তিনি আরো জানিয়েছেন এজন্য আমরা সব কটি খনি তে বোর্ড লাগাবো ।তাতে কুকুর সম্পর্কে সাধারণ মানুষ কে অবহিত করা হবে।
ইসিএল এর নিরাপত্তা আধিকারিকদের বক্তব্যঃ খোলা মুখ খনি বা কয়লা ডিপো গুলি তে প্রচুর পরিমানে মহিলা শিশু সহ গ্রামের মানুষ ঢুকে যাচ্ছে।কয়লা চুরি হচ্ছে।সলালানপুরের ভারপ্রাপ্ত  সিকিউরিটি অফিসার রাজা পাল বলনে পরীক্ষামূলক ভাবে এদের আনা হয়েছে।আমাদের ধারণা এতে কয়লা চুরি বন্ধ হবে।


  1. Source-ei samay patrica.

Comments

Popular posts from this blog

বাংলা খবর, ভারত খবর, আজকের খবর, 24 ঘন্টার খবর

BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

ভারতের বড় কোম্পানির CEO করলেন মোদী সরকারের প্রশংসা, আর্থিক অবস্থা নিয়ে দিলেন বড় বয়ান anandabazar patrika