ঐতিহাসিক চন্দননগরের জগদ্ধাত্রী পূজোর রোড ম্যাপ ...



চন্দননগরের জগদ্ধাত্রী পূজোর রোড ম্যাপ :
মানকুন্ডু স্টেশনে নেমে স্টেশন রোড ধরে সোজা জ্যোতির মোর পর্যন্ত আসুন, দেখুনঃ- #মানকুন্ডু_স্পোর্টিং_ক্লাব #নতুন_পাড়া #নিওগী_বাগান #বালক_সংঘ #সার্কাস_মাঠ #চারা_বাগান জ্যোতির মোর থেকে ডান দিকে ভদ্রেশ্বরের দিকে জি.টি. রোড ধরে যান, দেখুনঃ- #ছুঁতর_পাড়া #অরবিন্দ_সংঘ #বারাসাত_ব্যানার্জি_পাড়া #বারাসাত_চক্রবর্তী_পাড়া #বারাসাত_গেঁট চন্দননগরের শেষ, আবার জ্যোতির মোরের দিকে ফিরে আসুন, দেখে নিনঃ- #গোপাল_বাগ এইবার জ্যোতি সিনেমা হল থেকে #তেমাথা_শিব_মন্দির দেখে সোজা রাস্তা ধরে গন্দলপাড়া এর দিকে এগিয়ে যান, দেখুনঃ- #অম্বিকা_অ্যাথলেটিক্স #এ_সি_চ্যাটার্জি_লেন #মরান_রোড #মনসাতলা #সাতঘাট #কাছারিঘাট #নতুন_তেলি_ঘাট #চার_মন্দির_তলা #বেশোহাটা এইবার ডানদিকে স্ট্রান্ড রোড দিয়ে সোজা আসুন, দেখুনঃ- #দৈবক_পাড়া #নোনাটোলা #বড়বাজার তারপর রানিঘাট থেকে সোজা উদ্দিবাজার হয়ে লক্ষিগঞ্জ বাজারে চলে আসুন জি.টি. রোডে, দেখুনঃ- #আদি_মা (চাউল পট্টি) #মেজো_মা (কাপড় পট্টি) #সরিষা_পাড়া জি. টি. রোড ধরে সোজা চুঁচুড়ার দিকে এগিয়ে যান, দেখুনঃ- #বোড়ো_সার্বজনীন #বোড়ো_কালিতলা #চাঁপাতলা #বোড়ো_দিঘির_ধার #বোড়ো_তালদাঙ্গা #উত্তরাঞ্চল_চরকতলা #বিবিরহাট #হরিদ্রাদাঙ্গা #সন্তান_সংঘ #হেলাপুকুর #ধারাপাড়া #পালপাড়া বিদ্যালঙ্কার মোরে পৌঁছবেন, তারপর দেখুনঃ- #বিদ্যালঙ্কা #বাগবাজার #তালপুকুর বাগবাজার মোরে এসে বাম দিকে, দেখুনঃ- #বাগবাজার_চৌমাথা #বাগবাজার চন্দননগর স্টেশনের দিকে চলুন, রাস্তায় দেখুনঃ- #মধ্যাঞ্চল #ফটকগোরা #আপনজন #খলিসানি চন্দননগর স্টেশনের ওপারে দেখুনঃ- #কলপুকুর_ধার #শীতলাতলা #বউবাজার #সুভাষ_পল্লী #ব্রাম্ভিন_পাড়া চলে আসুন চন্দননগর স্টেশন... একটি অন্য রুট গাইড - জ্যোতির মোর থেকে বাগবাজারের দিকে যান, দেখুনঃ- #লিচুতলা #কাপালি_পাড়া #সাহেব_বাগান #রথেরসারক #পাদ্রী_পাড়া #কালিতলা #ডুপ্লেক্স_পট্টি #ষষ্টি_তলা #হালদার_পাড়া #লালবাগান_পাদ্রীপাড়া সেখান থেকে বিদ্যালঙ্কাতে আসতে পারেন ও ওপরের বর্ণিত রুটে ঠাকুর দেখতে পারেন। বিঃদ্রঃ মোটামুটি এই রুট অনুসরণ করলেই সব বড় ঠাকুর ও লাইট দেখা হয়ে যাবে। তবে এই রুট একদিনে শেষ করা সম্ভব নয়, ২-৩ দিন লাগবে

Comments

Popular posts from this blog

JNU এর উপদ্রবী ছাত্ররা ভেঙে দিল স্বামী বিবেকানন্দের মূর্তি! ভাঙা মূর্তির উপর লিখলো অভদ্র শব্দ।

মেদিনীপুরের রাস্তায় রাস্তায় মমতা ব্যানার্জীর ব্যানার লাগানোর জন্য কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মা ভারতীর সুপুত্র ও রাষ্ট্রনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতীয়রা যুগ যুগ ধরে মনে রাখবে: যোগী আদিত্যনাথ