রাহুলের ভাসনের জবাবে সম্বিত পাত্র যা বললেন শুনলে আপনারও হেসে হেসে পেট ছিরে যাবে..


কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী, যিনি বারবার তাঁর বক্তব্যের কারণে সবার কাছে হাসির পাত্র হয়ে ওঠেন, তিনি আবারও এক কান্ড করলেন, হিমাচল এর নির্বাচনের দিকে দৃষ্টিপাত করে রাহুল এর বক্তব দিনের পর দিন বিজেপি সরকারকে ইঙ্গিত করেই করছেন তিনি। তিনি ভারত সরকারের মেড ইন ইন্ডিয়া প্রকল্প কে ছোট করার ইঙ্গিত নিয়েই প্রসঙ্গ তুলতে গিয়ে তিনি নিজেই হাসির পাত্র হলেন,এই সময় তার বিরোধতা এবং বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র জবাব দেন। প্রকৃতপক্ষে, হিমাচলে একটি বক্তিতায় রাহুল বলেছিলেন, আমি সেই দিনগুলি দেখতে চাই, যখন চীনা তরুণরা সেলফি নিলে ভারতের একটি ছেলের রোজগার হবে
টুইটারে সম্বিত পাত্র
                              
তিনি এমনি কান্ড করেছেন উত্তরপ্রদেশের নির্বাচনে, একটি সভায় তিনি বলেন তিনি চাইবেন যখন একজন ভারতীয় ব্যক্তি বিদেশে সাধারণ মানুষকে কিনে নেয়, তার সাথে বলেন উত্তরপ্রদেশকে তৈরী করবে বিদেশে লখনৌ বানানে সারা দেশে এমন আবোলতাবোল বক্তিতা দিতে দিতে তিনি বুজতে পারেন তিনি ভুল ভাল বলছেন তার পর এই নিয়ে তিনি ক্ষমাও চান,সভায় বসে থাকা লোকেরা এক সাথে নিস্তব্দ হয়েযায় করে। কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী প্রতিশ্রুতি দেন যে তাঁর সরকার গঠিত হলে উত্তর প্রদেশে তৈরি করা হবে সারা পৃথিবীতে। এই সাধারণ জেট সরাসরি উত্তর প্রদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাবে



যোগীজি হিন্দুদের জন্য নিলেন এক বড় সিদ্ধান্ত, গড়লেন এক দারুন ইতিহাস | কিভাবে জানলে গর্বিত হবেন ..


ডেস্কঃ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার রাজ্যে এমন এমন কাজ করেছেন যা আখিলেশের আমলে কল্পনা পর্যন্ত করা যেত না।যেখানে আখিলেশের আমলে পুলিশরা আতংকবাদের ধারেকাছে যেত না সেখানে যোগী আমলে আতঙ্কবাদদের এনকাউন্টার করা হচ্ছে।অন্যদের আমলে যেখানে খোলাখুলি অযোধ্যায় হিন্দুভক্তদের উপর গুলি চালানো হতো সেখানে যোগী যুগে মুথুরার,বৃন্দাবনের সাথে সাথে রাধার জন্মস্থানকে তীর্থস্থান বলে ঘোষণা করে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন।আপনাদের জানিয়ে রাখি এই প্রথমবার উত্তরপ্রদেশে কোনো ধার্মিকস্থলকে তীর্থস্থান এর মর্যাদা দিয়েছে।সব চেয়ে বেশি আনন্দের বিষয় হলো দুই জায়গাতেই মাংস,মাছ,ডিম,মদ নিষিদ্ধ করা হয়েছে।

আপনাদের আরও জানিয়ে রাখি বৃন্দাবন ক্ষেত্র ভগবান শ্রী কৃষ্ণ এর
জন্মস্থান এবং উনার বড় দাদা বলরামের খেলার জায়গা হিসেবে খ্যাত।হিন্দুদের জন্য এই দুটি স্থানই খুবই গুরুত্বপূর্ণ।প্রতি বছর বৃন্দাবনে প্রায় ১.৫ কোটি এবং বার্সানতে প্রায় ৬০ লক্ষ মানুষ আসেন।রাজ্যের ভ্ৰমণমন্ত্রক বিষয়ক আধিকারিকরা জানান যে এখানে ঢেলে সাজানো হবে তবে এখন বিষয়টি মন্ত্রীসভা ক্যাবিনেটে সংশোধনের জন্য পাঠানো হয়েছে।

Comments

Popular posts from this blog

বাংলা খবর, ভারত খবর, আজকের খবর, 24 ঘন্টার খবর

BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

ভারতের বড় কোম্পানির CEO করলেন মোদী সরকারের প্রশংসা, আর্থিক অবস্থা নিয়ে দিলেন বড় বয়ান anandabazar patrika