এবার বাংলা পাখির চোখ, বিজেপিতে এর নয়া কৌশল মুকুল-দিলীপের কি বলছে তারা..

গুজরাটে ভোটের ফলাফল ঘোষণার পরে বাংলায় গ্রাম দখলের জন্য প্রতিটি সাংগঠনিক জেলায় একটি করে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তিনটি দিলে ভাগ হয়ে এই কাজ করবে বিজেপি। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে। আরো পড়ুন ~ ধর্ম পরিবর্তনে সরকারের অনুমতি বাধ্যতামূলক জানুন পুরো তথ্য



তিনটি দল নির্বাচনও হয়ে গিয়েছে। তিনটি দলের প্রধান প্রধান নেতৃবৃন্দ হলেন মুকুল রায়, দিলীপ ঘোষ ও রাহুল সিনহা। মুকুল রায়ের দলে থাকবেন রূপা গঙ্গোপাধ্যায় ও শমীক ভট্টাচার্য। দিলীপ ঘোষের দলে থাকবেন বাবুল সুপ্রিয় ও জয় বন্দোপাধ্যায়। আর রাহুল সিনহার দলে থাকবেন লকেট চট্টোপাধ্যায় ও জর্জ বেকার।এই জেলা সফর শুরু হবে ২৪ ডিসেম্বর থেকে। প্রথম সাংগঠনিক জেলার জনসভা করবেন মুকুল ও তার দল। এই সভা অনুষ্ঠিত হবে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের ঘরেই। মুকুল এই বোমাটি ফাটাতে চায় অনুব্রতর খাসতালুতে দাঁড়িয়েই। কিছুদিন আগেই অনুব্রত মুকুলকে চ্যালেঞ্জ দিয়ে ঘরে ফিরিয়ে ছিলেন বিজেপিতে চলে যাওয়া দুই তৃণমূল নেতাকে। তারপর থেকে যুদ্ধ আপাতত থেমে রয়েছে। এই কারণেই বীরভূম থেকেই আবার যুদ্ধ শুরু করতে চাইছেন মুকুল রায়। শুধু পঞ্চায়েত ভোটই নয়, বিজেপির লক্ষ লোকসভাও। বিজেপি টার্গেট করেছে বাংলার ২০টি আসন।

Comments

Popular posts from this blog

বাংলা খবর, ভারত খবর, আজকের খবর, 24 ঘন্টার খবর

BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

EVM কারচুপির অভিযোগ করায় "সুপ্রিম কোর্টে " বড়সড় ধাক্কা খেল কংগ্রেস