লাভ জিহাদের পর এবার ল্যান্ড জিহাদ , পড়ুন চাঞ্চল্যকর প্রতিবেদনটি !

লাভ জিহাদ তো শুনেছেন কিন্তু ল্যান্ড জিহাদ অর্থাৎ জমি জিহাদ শুনেছেন কখনও!উত্তর প্রদেশের মিরাটে শহরে এবার মুসলিম মৌলবাদীদের বিরুদ্ধে অভিযোগ উঠলো ল্যান্ড জিহাদএর অভিযোগ।আসলে রবিবার উত্তরপ্রদেশের মিরাটে শহরে মালিওয়াড়া এলাকায় উসমান নামের এক মুসলিম যুবক সঞ্জয় রোস্তগি নামে এক ব্যাক্তির থেকে একটি বাড়ি কেনেন।এরপর উসমান তাঁর পরিবারকে নিয়ে নতুন বাড়িতে প্রবেশ করতে এলে বাধা দেন ওই এলাকার প্রতিবেশীরা। প্রতিবেশীদের দাবি,কোনো মুসলিম পরিবারকে ওই এলাকায় বাড়ি বিক্রি করা যাবে না।তর্ক বিতর্কের মধ্যে পরিস্তিতি ঘোরালো হয়ে উঠে। ঘটনাস্থলে এসে পৌঁছায় একটি হিন্দুত্ববাদী সংগঠন।ওই হিন্দুত্ববাদী সংগঠনের প্রধান দীপক শর্মার অভিযোগ মিরাট শহরে ক্রমাগতই হস্তগত করছে মুসলিমরা।এতে হিন্দুদের সংকটের মধ্যে পড়তে হতে পারে।কোনোক্রমেই এমনটা হতে দেওয়া যাবে না।অবশ্য এই বিষয়ে মুসলিম যুবক ওসমানের বক্তব্য , বাড়ি কেনার সাথে ধর্মের কি সম্পর্ক আমি বুঝতে পারছি না।বাড়ি ঢুকতে গেলে আমাকে জেহাদি বলে ডাকা হয়।আমি ঝামেলায় জড়াতে চাই না।টাকা পেলেই আমি বাড়ি ছেড়ে দেব।'ওসমান আরও বলেন তার বাবা এক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত,সেই শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে বাড়ি পেয়ে তিনি বাড়ি হাতছাড়া করতে চাইছিলেন না,এবং বিক্রেতার কাছেও তিনি টাকা পান।তাই এই বাড়িতে আসতে চেয়েছিলেন।স্থনীয় থানার এক অফিসার বলেন ওসমানের টাকা ফেরত দিয়ে দেবে বিক্রেতা।তাই দুই পক্ষ কোনো অভিযোগ দায়ের করেনি।উল্লেখযোগ্য বিষয়, ১৯৮০ সালে দাঙ্গাস্থল এই হিন্দুপ্রধান মালিওয়াড়া অঞ্চল থেকেই।সেখানকার বাসিন্দাদের দাবি এলাকায় মুসলিম জনসংখা বাড়িয়ে তোলার চেষ্টা করছে মুসলিমরা।উত্তরপ্রদেশে লাভজিহাদ করে হিন্দু যুবতী ধর্মান্তরিত করার ঘটনা প্রভাব ফেলেছিল রাজ্যে।যার জন্য জমি জিহাদের দ্বারা অশান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অনেকে।

Comments

Popular posts from this blog

JNU এর উপদ্রবী ছাত্ররা ভেঙে দিল স্বামী বিবেকানন্দের মূর্তি! ভাঙা মূর্তির উপর লিখলো অভদ্র শব্দ।

মেদিনীপুরের রাস্তায় রাস্তায় মমতা ব্যানার্জীর ব্যানার লাগানোর জন্য কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মা ভারতীর সুপুত্র ও রাষ্ট্রনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতীয়রা যুগ যুগ ধরে মনে রাখবে: যোগী আদিত্যনাথ