সাবধান ৪২ টি চাইনিস অ্যাপ ব্যান্ড,জেনে নিন সেগুলি..

ডেস্ক:ডোকালাম এ ভারতের কাছে হেরে যাওয়া চিন এখন মোবাইল অ্যাপস এর সাহায্য নিয়ে ভারতের গোপন তথ্য চুরি করার চেষ্টা করছে।আপনারা হয়তো শুনেছেন কিছুদিন আগে গুগল, চিনের uc browsaer কে ব্যান করেছিল ডেটা চুরি করার অভিযোগে।সেই চুরি করার অভ্যাস তারা এখনো ত্যাগ করতে পারিনি।এখন চিন তাদের মোবাইল ডিভাইস,মোবাইল অ্যাপ্লিকেশনকে কাজে লাগিয়ে ভারতীয় সেনা অফিসার এবং সেনাদের ব্যাক্তিগত তথ্য চুরি করার চেষ্টা করছে।ইন্টেলিজেন্স ব্যুরো কর্তৃপক্ষ ভারতীয় সেনাবাহিনীকে ৪২ টি ফোন অ্যাপ্লিকেশন ডিলিট করার জন্য সতর্ক করেছে।ইন্টেলিজেন্স ব্যুরো এর তরফ থেকে দাবি করা হয়েছে,কিছু বিদেশী গোয়েন্দা সংস্থা বিশেষ করে চিন ও পাকিস্তান থেকে বিশেষ কিছু অ্যাপ ছড়াচ্ছে যেগুলো স্মার্টফোনের ডেটা চুরি করতে পারে।এই অ্যাপ ব্যবহারের মধ্যে দিয়ে নিজের পার্সোনাল সমস্ত ডেটা পৌঁছে যেতে পারে চিনা গোয়েন্দা সংস্থার কাছে,যেটা দেশের নিরাপত্তার খাতিরে খুবই ভয়াবহ ব্যাপার।সেনাবাহিনীকে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এইসমস্ত অ্যাপ গুলিকে আনইনস্টল করে ফোনকে ফরমেট করতে।

মনে করা হচ্ছে এই সমস্ত অ্যাপস এর মধ্যে স্পাইওয়ের ব্যবহার করে ফোনের ডেটা চুরি করছে চিন।ট্রু কলার, ক্লিন মাস্টার, 360 ডিগ্রি,বিউটি প্লাস, উই চ্যাট,ইউসি নিউজ,শেয়ার ইট, এক্সএন্ডার,ডিইউ স্পিড বুস্টার, Mi কমিউনিটি,Mi স্টোর, CM ব্রাউসার,ওয়েইবো,বাইডু ম্যাপস,নিউজ ডগ, প্যারালাল স্পেস, ফটো ওয়ান্ডার,এর মতো জনপ্রিয় অ্যাপ গুলিকে এই ৪২ টি অ্যাপস এর মধ্যে ধরা হয়েছে।এই অ্যাপস গুলি ভারতে প্রচুর পরিমানে ব্যাবহৃত হয় এবং এগুলি চিন কর্তৃক বানানো যার ফলে ভারতের জাতীয় স্তরে নিরাপত্তা বিঘ্ন হতে পারে।ইন্টেলিজেন্স ব্যুরো এলএসি(লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল) এবং ভারত চিন বর্ডারে থাকা সৈনিকদের জানিয়েছে যে তাদের কাছে থাকা চাইনিজ অ্যাপস বা চিনা ডিভাইস দ্বারা সাইবার এট্যাক হওয়ার সম্ভবনা রয়েছে।এতে চিন ভারতীয় সেনাদের মধ্যে হওয়া গোপনীয় তথ্য আদান প্রদান এর কথা জেনে যেতে পারে।তাই অ্যাপস আনইনস্টল করে ফোন ফরমেট করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।শুধু অ্যাপসই নয় যদি কোনো চাইনিজ লিংক চোখে পড়ে তাতেও না ক্লিক করার পরামর্শ দেওয়া হয়েছে।সেনাদের সাথে সাথে ভারতবর্ষের সাধারণ মানুষেরও উচিত ওই সমস্ত অ্যাপ্লিকেশন গুলিকে আনইনস্টল করা।কারণ চিন ভারতের ডেটা চুরি করে ভারতকে আন্তর্জাতিক মহলে ছোট করার চেষ্টা করছে এবং ভারতের এলাকা দখলেরও চেষ্টা করছে।তাই দেশের স্বার্থে প্ৰত্যেক ভারতবাসীর উচিত চিনা অ্যাপ্লিকেশন গুলি ডিলেট করা।

Comments

Popular posts from this blog

বাংলা খবর, ভারত খবর, আজকের খবর, 24 ঘন্টার খবর

BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

EVM কারচুপির অভিযোগ করায় "সুপ্রিম কোর্টে " বড়সড় ধাক্কা খেল কংগ্রেস