Love Jihad এর পাল্টা জবাব দিতে RSS করতে চলেছে এমন কাজ যেকারণে জিহাদিরা রেগে লাল...


হিন্দু মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করছেন মুসলিম যুবকেরা এবং বিয়ের কিছুদিন পর তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দেওয়া হচ্ছে।ইসলাম গ্রহণ না করলে মেয়েদের উপর অত্যাচারও করা হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে আতঙ্ক ছড়িয়েছে কেরল রাজ্যে।লাভ জিহাদ নিয়ে সবচেয়ে বেশি মামলা চলছে কেরল রাজ্যে,এমত অবস্থায় রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছে আরএসএস। আরএসএস এর শাখা হিন্দু জাগরণ মঞ্চ থেকে ঘোষিত হয়েছে,পরের সপ্তাহ থেকে দুহাজার মুসলিম যুবতীর সাথে হিন্দু যুবকদের বিয়ের পিঁড়িতে বসাবেন তারা।হিন্দু জাগরণ মঞ্চ 'বেটি বাঁচাও,বহু লাও' নামে এক নতুন কর্মসূচি শুরু করেছেন।

কর্মসূচীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা হলে, সংগঠনের তরফে জানানো হয়েছে,হিন্দু ছেলেদের সাথে মুসলিম মেয়েদের বিয়ে দেওয়া হবে এবং আগামী সপ্তাহ থেকে এই বিয়ের আয়োজন করবে আরএসএস এর শাখা সংগঠন হিন্দু জাগরণ মঞ্চ।শুধু তাই নয় বিয়ের পর দম্পতির আর্থিক,সামাজিক নিরাপত্তার ও সমস্ত দায়িত্ব নেবে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা।কিন্তু এক্ষেত্রে হিন্দু রীতি মেনে বিয়ে হলেও ,মুসলিম মেয়েদের হিন্দু ধর্ম গ্রহণ করার জন্য কোনো চাপ দেওয়া হবে না।হিন্দুত্ববাদী সংগঠন কেন এরকম কর্মসূচির আয়োজন করল, এই নিয়ে প্রশ্ন উঠলে উত্তরপ্রদেশের হিন্দু জাগরণ মঞ্চের প্রধান অজ্জু চৌহান বলেছেন, এই কর্মসূচিও এক ধরণের লাভ জেহাদ ।কিন্তু এক্ষেত্রে মুসলিম মহিলারাই হিন্দু যুবকদের বিয়ে করবেন।তিনি স্পষ্টভাবে বলেছেন,'লাভ জিহাদে শুধু মাত্র হিন্দু মেয়েদেরই নিশানা করা হচ্ছে।হিন্দু মেয়েদের এই ফাঁদে ফেলবার জন্য মুসলিম যুবকরা পৈতেও ব্যবহার করছে,মাথায় তিলক আঁকছে এমনকি হনুমান চল্লিশাও পাঠ করছে।তাই আমরা ওদের ভাষায় ওদেরকে শিক্ষা দেব।'গত বছর থেকে হিন্দু জাগরণ মঞ্চ উত্তরপ্রদেশে 'সেভ হিন্দু গার্ল' নামে প্রচারঅভিযানও শুরু করেছে ,যেখান স্কুলে স্কুলে গিয়ে ছাত্রীদের বোঝানো হয় মুসলিম যুবকদের বিয়ের কুফল।এখন সেই অভিযানকেই এগিয়ে নিয়ে যেতে নতুন কর্মসূচির আয়োজন করলো আরএসএস।

source

Comments

Popular posts from this blog

বাংলা খবর, ভারত খবর, আজকের খবর, 24 ঘন্টার খবর

BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

EVM কারচুপির অভিযোগ করায় "সুপ্রিম কোর্টে " বড়সড় ধাক্কা খেল কংগ্রেস