ফের এমন ভাবে প্রধানমন্ত্রীকে অপমান করলো কংগ্রেস , দেখলে রেগে লাল..


মাঝে মাঝে রাজনৈতিক দল গুলি ভুলে যায় প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী কারোর একার না,এমন অপমান করা মানে দেশকে অপমান করা তাদের সেটা ভাবা উচিত। কিছুদিন আগে কংগ্রেস সভাপতি বলেছিলেন প্রধানমন্ত্রীর ব্যাপারে কোনো খারাপ আচরণ কংগ্রেস পার্টি করবে না আর কেউ যদি করে তাকে কংগ্রেস ক্ষমা করবে না।


এবার সেই বিতর্কে ফের কংগ্রেস দল,কংগ্রেস সভাপতিকে স্বাগত জানাতে আমেঠিতে চারিদিকে পোস্টারে পোস্টারে ছয়লাপ। রামরূপী রাহুল বধ করছেন রাবণরূপী মোদীকে। ফের দেশের প্রধানমন্ত্রীকে রাবনের রূপে তৈরী করেছে কংগ্রেস।আমেঠির কংগ্রেস নেতা-কর্মীদের কথায়, ২০১৯-এই আসবে রাহুলরাজ। আর সেকারণেই পোস্টারে পোস্টারে রামের অবতার নিয়েছেন রাহুল,রাজনীতি এক জায়গায় আর প্রধানমন্ত্রী তার থেকে অনেক  বড় পদ তাকে অপমান করা মানে দেশকে অপমান করা তাকে অপমান মানে সাধারণ মানুষকে অপমান করা তাকে অপমান করা মানে দেশের ভিতকে অপমান করা।

Comments

Popular posts from this blog

JNU এর উপদ্রবী ছাত্ররা ভেঙে দিল স্বামী বিবেকানন্দের মূর্তি! ভাঙা মূর্তির উপর লিখলো অভদ্র শব্দ।

মেদিনীপুরের রাস্তায় রাস্তায় মমতা ব্যানার্জীর ব্যানার লাগানোর জন্য কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মা ভারতীর সুপুত্র ও রাষ্ট্রনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতীয়রা যুগ যুগ ধরে মনে রাখবে: যোগী আদিত্যনাথ