রমজান মাসের ছুটি বাতিল নিয়ে যোগী সরকারের বড় পদক্ষেপ

কিছুদিন আগে মাদ্রাসা গুলিতে জাতীয় সংগীত গেয়ে সেটার ভিডিও তৈরী করতে নির্দেশ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ।যোগী আদিত্যনাথ এই সিদ্ধান্তের জন্য খুব প্রশংসিতও হয়েছিলেন।আবার যোগী রাজ্যে নেওয়া হলো নতুন সিদ্ধান্ত।যোগী আদিত্যনাথের প্রশাসন নতুন বছরে ছুটির দিন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো।উত্তরপ্রদেশে সমস্ত স্কুল,বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা গুলিতে ৯২ দিনের ছুটি কমিয়ে ৮৬ দিন করা হয়েছে।উত্তরপ্রদেশের স্বীকৃত মাদ্রাসা স্কুল গুলিতে ছুটির দিনের তালিকা প্রকাশ করেছেন মাদ্রাসা বোর্ড রেজিস্টার রাহুল গুপ্ত।
সেখান থেকে জানা গিয়েছে, দীপাবলি,বড়দিন,দশেরা,বুদ্ধপূর্ণিমা,রাখিবন্ধন,মহাবীর জয়ন্তীর মতো দিন গুলিতে ছুটি থাকবে মাদ্রাসাগুলি। এতে কোনো আপত্তি জানাইনি মাদ্রাসাগুলি।কিন্তু রমজান মাসের ৪৬ দিনের ছুটি কেটে সেটা করা হয়েছে ৪২ দিন এবং ১০ দিনের জন্য বাড়তি ছুটি পাওয়া যেত সেই ছুটিও কেটে দেওয়া হয়েছে।এতে রীতিমতো আপত্তি জানিয়েছে কিছুজন।ইসলামিক প্রতিষ্ঠানের সাধারণ-সম্পাদক বলেছেন,১০ দিনের বাড়তি বিবেচনামূলক ছুটি অব্যশই থাকা উচিত এবং রমজান মাসের ছুটিও বাড়ানো উচিত।যদিও সরকার তাদের সিদ্ধান্তে অনড়।সরকার থেকে জানানো হয়েছে সমস্ত বোর্ড,বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা গুলিতে এই নিয়ম লাগু হবে।রাজ্যের সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী জানিয়েছেন-বিশেষ দিনের গুরুত্ব বোঝানোর জন্য স্কুল ছুটি দেওয়া হয়,ছাত্রছাত্রীদের বা শিক্ষকদের সুবিধার স্বার্থে ছুটি দেওয়া হয়না।

Comments

Popular posts from this blog

বাংলা খবর, ভারত খবর, আজকের খবর, 24 ঘন্টার খবর

BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

ভারতের বড় কোম্পানির CEO করলেন মোদী সরকারের প্রশংসা, আর্থিক অবস্থা নিয়ে দিলেন বড় বয়ান anandabazar patrika