শুধু গ্রুপ চ্যাটিং-এ নয়। এখন থেকে নর্ম্যাল ফোন কিংবা ভিডিও কলের ক্ষেত্রেও বদল আনছে হোয়াটসঅ্যাপ।

নতুন বছরের শুরুতেই চমক দিল জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ফেসবুকের মতো, একসঙ্গে অনেকগুলি ফিচার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে এবার।  গত বছর অনেকগুলি ফিচার এনে চমক দিয়েছিল হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারগুলির মধ্যে অন্যতম ছিল ‘ভিডিও কল’। অন্য ভিডিও কলিং অ্যাপ থেকে হোয়াটসঅ্যাপের ভিডিও কলে অনেক সুবিধা পাওয়া যেত।ফেসবুকে ম্যাসেজ করার সময় অনেক স্টিকার পাঠানো যায়। জনপ্রিয় অভিনেতা থেকে ফুটবলার, সবধরণের স্টিকারই পাওয়া যায় ফেসবুকে। সেই ধাঁচেই এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে স্টিকার। তবে শুধুমাত্র গ্রুপচ্যাটিং-এর সময়েই স্টিকারগুলি পাওয়া যাবে বলে জানা গিয়েছে। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গ্রুপ চ্যাটিং-এর ক্ষেত্রে আরও একগুচ্ছ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এবার থেকে একসঙ্গে অনেকে মিলে ফোন কিংবা ভিডিও কল করতে পারবে হোয়াটসঅ্যাপে। হোয়টসঅ্যাপের শেষ আপডেট ভার্সনে গ্রু চ্যাটিং-এ ‘জিআইএফ’ ফিচারটি যুক্ত হয়েছিল। এবার নতুন বছরের শুরুতেই এতগুলি বদল এনে চমক দিল ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপ। শুধু গ্রুপ চ্যাটিং-এ নয়। এখন থেকে নর্ম্যাল ফোন কিংবা ভিডিও কলের ক্ষেত্রেও বদল আনছে হোয়াটসঅ্যাপ।  আগের থেকে অনেক সহজলভ্য করা হচ্ছে ফোন ও ভিডিও কল। আপডেট করলেই মিলবে হোয়াটসঅ্যাপে নতুন ভার্সনের সুবিধাগুলি।

Comments

Popular posts from this blog

বাংলা খবর, ভারত খবর, আজকের খবর, 24 ঘন্টার খবর

BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

ভারতের বড় কোম্পানির CEO করলেন মোদী সরকারের প্রশংসা, আর্থিক অবস্থা নিয়ে দিলেন বড় বয়ান anandabazar patrika