পশ্চিমবঙ্গে নারী নির্যাতন,তালাক না দেওয়ায় জঘন্য অত্যাচার করলেন স্বামী। দেখুন ভিডিও

পশ্চিমবঙ্গে দিন দিন বেড়েই চলেছে নারী নির্যাতন।আবারও সেটার প্রমান মিললো। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা লাগোয়া বারুইপুর এলাকায়।নির্যাতিতার নাম নূর নেহার বিবি।নূর নেহার বিবির বাপের বাড়ি উত্তর রানা এবং স্বামীর সাবির সর্দার এর সাথে থাকতেন কেয়াতলায়।নূর নেহার বিবি নামে ওই মহিলার অভিযোগ,

"আব্বার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য জোর করতো সাবির,আমি টাকা আনতে অস্বীকার করি।তাই সাবির প্রতিদিন মারধর করা শুরু করে এবং একদিন বলে তালাক দেওয়ার কথা বলে এবং অন্যের সাথে নিকাহ এর কথা বলে।আমার সন্তানের কথা ভেবে তালাক দিতে মানা করি এবং অত্যাচারের হাত থেকে বাঁচতে আমি কেয়াতলার বাড়ি থেকে চলে আসি উত্তর রানায়।"নূরের আরও অভিযোগ, মঙ্গলবার সকালে সাবির নূরের বাপের বাড়িতে এসে তালাক চাই কিন্তু তালাক দিতে অস্বীকার করাই নূরের গায়ে বিড়ির ছ্যাঁকা দেয় সাবির।যন্ত্রনায় চিৎকার শুরু করলে ছুটে আসে স্থানীয়রা।পলায়ন হয় নূরের স্বামী সাবির।স্থানীয়রা নূরকে বারুপুরের মহকুমা হাসপাতাল নিয়ে যায়, সুস্থ হওয়ার পর বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন নূর।দেখুন ভিডিও-



ভিডিও সংগ্রহ-EenaduIndia Bangla 

Comments

Popular posts from this blog

বাংলা খবর, ভারত খবর, আজকের খবর, 24 ঘন্টার খবর

BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

ভারতের বড় কোম্পানির CEO করলেন মোদী সরকারের প্রশংসা, আর্থিক অবস্থা নিয়ে দিলেন বড় বয়ান anandabazar patrika