তাহলে কি এক নতুন যুগের শুরু, ভারতীয় নোটে নেতাজির ছবি ,পড়ুন চাঞ্চল্যকর প্রতিবেদনটি !

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনকে দেশপ্রেম দিবস বলে ঘোষণা করা  এবং ভারতীয় নোটে সুভাষ চন্দ্র বসুর ছবি রাখা হোক,এই স্বপ্ন বহুদিন থেকে দেখে আসছে ভারতীয়রা। এবার সেই স্বপ্ন পূরণের আশা পাওয়া গেছে কেন্দ্র সরকারের কাছে থেকে,এমনটাই জানালেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবারের সদস্য চন্দ্র কুমার বসু।জানা গেছে শুক্রবার দিন চন্দ্রকুমার বসু এবং উনার স্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে যান।ওই সময় প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে আলোচনা করেন চন্দ্রকুমার বসু।প্রধানমন্ত্রীর সাথে আলোচনার পর তিনি জানান ২৩ জানুযারিকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় প্রধানমন্ত্রীর সাথে।চন্দ্রকুমার বসু বলেন বর্তমানের সরকার নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে খুব অনুভূতিশীল ।বর্তমান সরকার সুভাষ চন্দ্র বসুর জীবন এবং উনার বিপ্লবী কর্মকান্ড বিষয়ে মানুষকে জানাতে খুবই আগ্রহী।

চন্দ্রকুমার বসু বলেন, "২৩ শে জানুয়ারি নেতাজির জন্মদিবস।নেহেরুর জন্মদিন যদি শিশু দিবস হয়ে থাকে,রাধাকৃষনানের জন্মদিন যদি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়,সর্দার বল্লব ভাই প্যাটেল এর জন্মদিন যদি একটা দিবস হিসেবে পালন করা হয়,তাহলে নেতাজির জন্মদিন কেন দেশপ্রেম দিবস হিসেবে পালিত হবে না?" তিনি আরো বলেন যে এই দাবি কংগ্রেস সরকারের আমলেও করা হয়েছিল,কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এই দাবি খারিজ করেন।চন্দ্রকুমার বাবু জানান ,আগামী ২৩ শে জানুয়ারি দেশজুড়ে পালিত হবে ১২১তম জন্মবার্ষিকী।তাঁর আগেই নেতাজির জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করার দাবি করেছেন তিনি। ভারতীয় নোটে সুভাষ চন্দ্র বসুর  ছবি রাখা নিয়েও কেন্দ্র সরকার ভাবছে বলে জানিয়েছেন চন্দ্রকুমার বসু।তবে এইসবে অনেক আইনি পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়,তাই একটু ধর্য্য ধরার জন্য বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী তিন তালাকএর বিষয় নিয়ে খুব চিন্তিত কারণ  বিলটি লোকসভায় পাস হলেও রাজ্য সভায় আটকে গেছে।এখন বিলটি সিলেক্ট কমিটির হাতে গেছে বিলটি।এত চিন্তার মধ্যে থাকা সত্ত্বেও খুব মনোযোগ সহকারে প্রধানমন্ত্রী বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন চন্দ্রকুমার বাবু।

Comments

Popular posts from this blog

বাংলা খবর, ভারত খবর, আজকের খবর, 24 ঘন্টার খবর

BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

ভারতের বড় কোম্পানির CEO করলেন মোদী সরকারের প্রশংসা, আর্থিক অবস্থা নিয়ে দিলেন বড় বয়ান anandabazar patrika