কেউ ভাবতেও পারেনি, ইজরাইলের প্রধানমন্ত্রীর জন্য মোদীজি ভাঙবেন এত বড় প্রটোকল।

প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী  ইজারায়েলর প্রধানমন্ত্রী বেঞ্জামিন এর জন্য একটা বড় পদক্ষেপ নিতে চলেছেন।প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী বেঞ্জামিন ভারতে স্বাগত করার জন্য পুরোপুরি প্রস্তুত ।১৫ বছর আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী আরাল শ্যারন ভারতে এসেছিলেন।তারপর এই বেঞ্জামিন আসছেন ,যার জন্য প্রধানমন্ত্রী উনার এই ভারত সফরকে স্মরণীয় করে রাখতে চান।ইজরায়েল এর প্রধানমন্ত্রী রবিবার দিন  উনার স্ত্রী সারার সাথে ভারতে আসছেন। ভারতে উনারা ৬ দিনের ভ্রমনে আসছেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার দিন প্রটোকল ভেঙে উনাদের এয়ারপোর্টে নিতে যাবেন।কারণ হিসেবে আপনাদের জানিয়ে রাখি,   আগের বছর প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী ইজরায়েল সফরে গিয়েছিলেন।ইজরায়েলে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীকে ধার্মিক গুরুর মতো স্বাগত করা হয়েছিল।এমনকি নরেন্দ্রমোদীজিও সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেছিলেন।আধিকারিকরা জানিয়েছিলেন নরেন্দ্রমোদীজির আমন্ত্রণ দেখার মতো ছিল।জানা গেছে দুই প্রধানমন্ত্রী ৩ বছর শহীদ হওয়া ভারতীয় রেজিমেন্টের  স্মরণে পুষ্প সমর্পিত করবেন।জানা গেছে এই সফরে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজএর সাথে বেঞ্জামিন প্রথম দেখা করবেন তারপর রাষ্ট্রপতি ভবনে বৈঠক শুরু হবে।বেঞ্জামিন নেতানিয়াহু এর সফরে বড়ো বড়ো দেশের নজর ভারতের উপর থাকবে।

Comments

Popular posts from this blog

JNU এর উপদ্রবী ছাত্ররা ভেঙে দিল স্বামী বিবেকানন্দের মূর্তি! ভাঙা মূর্তির উপর লিখলো অভদ্র শব্দ।

মেদিনীপুরের রাস্তায় রাস্তায় মমতা ব্যানার্জীর ব্যানার লাগানোর জন্য কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মা ভারতীর সুপুত্র ও রাষ্ট্রনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতীয়রা যুগ যুগ ধরে মনে রাখবে: যোগী আদিত্যনাথ