ভারতের বুকে ক্রিকেট খেলার মাঠে এই কাশ্মীরি যুবকরা পাকিস্তানের হয়ে যা করলেন দেখলে রেগে লাল হয়ে যাবেন দেখুন ভিডিও।

দেশভক্তি এমন একটি জিনিস যা মানুষকে বিশ্বাস করতে বাধ্য করে যে,আপনি যে দেশে বাস করেন সেটা বিশ্বের শ্রেষ্ঠ দেশ।আমরাও ভারতবাসি হিসেবে নিজেকে গর্ববোধ করি।কিন্তু আমাদের দেশেই এমন কিছু লোক বাস করেন যাদের মাথায় সবসময় দেশবিরোধীতার পোকা ঘুরঘুর করে।জম্মুকাশ্মীর ভারতের এমন একটি রাজ্য যেখানে এরম ভারত বিরোধীদের সংখ্যা একটু বেশি।সম্প্রতি একটা ভিডিও ইন্টারনেটে খুব ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছে একদল ক্রিকেটার পাকিস্তানি জার্সি পরে মাঠে নেমেছে এবং খেলা শুরু হওয়ার আগে বুকে হাত রেখে নির্লজ্জের মতো পাকিস্তানের জাতীয় সংগীত গাইছে।

আশ্চর্যের বিষয় হলো পাকিস্তানের জার্সি পরে যারা মাঠে নেমেছে এবং পাকিস্তানের জাতীয় সংগীত গাইছে তারা ভারতীয় এবং এটা ভারতের অধিকৃত জম্মুকাশ্মীরের এলাকা।সবচেয়ে চিন্তার বিষয় এবং রাগের বিষয় হলো এই দেশদ্রোহীরা ভারতে বসবাস করে,ভারতের সুযোগ সুবিধা নিয়ে দেশদ্রোহী কার্যকলাপ করছে।এই ভিডিও ভাইরাল হওয়ার পর জম্মুকাশ্মীর পুলিশ গান্ধারবাল জেলা থেকে ১২ জন যুবকে জেরা করছে বলে জানা গিয়েছে এবং ৪ জন উদ্যোগতাকে গ্রেপ্তার করা হয়েছে।জম্মুকাশ্মীরে ভারতবিরোধী কার্যকলাপ এই প্রথম নয় এর আগেও বহুবার নীচ মানসিকতার ভারত মায়ের অপমান করেছে।এখন প্রশ্ন কতদিন এইভাবে ভারত মায়ের অপমান সইতে হবে।কেন এনকাউন্টার করা হবে না ভারতে থাকা পাকিস্থান প্রেমীদের!দেখুন সেই ভিডিও-

Comments

Popular posts from this blog

বাংলা খবর, ভারত খবর, আজকের খবর, 24 ঘন্টার খবর

BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

EVM কারচুপির অভিযোগ করায় "সুপ্রিম কোর্টে " বড়সড় ধাক্কা খেল কংগ্রেস