জম্মু সেনা ক্যাম্পে জঙ্গি হানায় এক বড় কদম ভারতীয় সেনার জানতে ক্লিক করুন..


ভারতীয় সেনা তাদের বাহাদুর প্রতিভা আবারও দেশ বাসীকে দেখিয়ে দিল,সারা ভারতবাসী যে ভারতীয় সেনা নিয়ে গর্ভ করে তা আবারও সঠিক প্রমান হলো।গতকাল জইশের আফজল গুরু স্কোয়াড এর জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন দুই সেনা।

 তার বদলে খতম করা হয়েছে তিন জঙ্গিও,জম্মুর সাঞ্জাওয়ান সেনা ক্যাম্পে লুকিয়ে থাকা ২ জঙ্গিকে খতম করল সেনাবাহিনী।এর ফলে অভিযান শেষ করতে অনেক সময় লাগবে বলে গোড়াতেই জানিয়ে দেন সেনা ও পুলিশের কর্তারা। সাবধানতা সত্ত্বেও ইতিমধ্যেই মহিলা ও শিশু-সহ ন’জন আহত হয়েছেন।উদ্ধার হয়েছে বেশ কয়েকটি একে ৪৭ রাইফেল। ৯ ফেব্রুয়ারি আফজল গুরুর ফাঁসির বর্ষপূর্তি ছিল। তাই সতর্কবার্তায় কেন্দ্রীয় গোয়েন্দারা নাকি এমনও বলেছিলেন যে জইশ মহম্মদ এর আফজল গুরু স্কোয়াড এই আক্রমণ শানাতে পারে।ঘাঁটির ভিতরে আটকে পড়া সেনা, তাঁদের পরিবারের সদস্য এবং অন্য সাধারণ মানুষকে রক্ষা করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সেনা। 

Comments

Popular posts from this blog

বাংলা খবর, ভারত খবর, আজকের খবর, 24 ঘন্টার খবর

BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

EVM কারচুপির অভিযোগ করায় "সুপ্রিম কোর্টে " বড়সড় ধাক্কা খেল কংগ্রেস