হার্দিক তৃণমূলে যুক্ত হলে বাংলার পতন অনিবার্য বললেন ইনি..



হার্দিক প্যাটেলকে তৃণমূলে যোগদানের প্রস্তাব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,তিনি এবার চান হার্দিক প্যাটেলকে মাঠে নাবাতে।হার্দিক তৃণমূলে যুক্ত হলে বাংলার পতন অনিবার্য বললেন বিজেপি যুক্ত কিছু কর্মী।
 

এখন সাধারন ও বিরোধী বিজেপি রাজনৈতিক দলের একই কথা,তিনি যখন ১০ বছরের শাসনে অনেক ভালো কাজ করেছেন তাহলে তার গুজরাট থেকে ছেলে আনতে হচ্ছে কেন।এমন কথা শুনে চুপ বর্তমান সরকার। ২০১৯ সালে রাজ্যে তৃণমূলের হয়ে প্রচারে আসবেন তিনি। গুজরাত নির্বাচনের সময় থেকেই হার্দিকের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন মমতা।তিনি আজ কলকাতায় ‘দ্য টেলিগ্রাফ’ বিতর্কে অংশ নেবেন হার্দিক।সেই উপলক্ষে শুক্রবার তাঁর কলকাতায় আসা। বাংলায় যেভাবে ধর্মীয় রাজনীতি চলছে তা হার্দিক এলে ফুলেফেপে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল। 

Comments

Popular posts from this blog

বাংলা খবর, ভারত খবর, আজকের খবর, 24 ঘন্টার খবর

BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

ভারতের বড় কোম্পানির CEO করলেন মোদী সরকারের প্রশংসা, আর্থিক অবস্থা নিয়ে দিলেন বড় বয়ান anandabazar patrika