প্রিয়া প্রকাশের গানকে ধর্ম বিরোধী গান বলে আন্দোলন এই মুসলিম সংঘঠনের..


ইন্টারনেটে ভাইরাল গার্ল প্রিয়া প্রকাশকে নিয়ে দেশজুড়ে আলোচনার শেষ নেই। তবে সব থেকে বেশি আলোচনা বা সমালোচনা হচ্ছে তার ভাইরাল গানের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে ধর্ম অবমাননার। প্রিয়া প্রকাশের বিখ্যাত ভাইরাল গানে নাকি ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে। 



এবার প্রিয়া প্রকাশের গানকে ধর্ম বিরোধী বলে এই গানের বিরোধীতা করছে মুম্বাইয়ের রেজা একাডেমী এবং রহমানী গরুপ এর সদস্যরা। এই অভিযোগেই হায়দ্রাবাদে সিনেমার পরিচালক উমুর লুলুর-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার সাথে ফতোয়া পর্যন্ত দেওয়া হয়েছে এই এই মুসলিম সংঘঠন গুলি থেকে,সেখানে বলা হয়েছে গান এর কথা না বদলালে পুরো গানটি নিসিদ্ধ করা হবে।

Anandabazar Patrika




Comments

Popular posts from this blog

বাংলা খবর, ভারত খবর, আজকের খবর, 24 ঘন্টার খবর

BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

EVM কারচুপির অভিযোগ করায় "সুপ্রিম কোর্টে " বড়সড় ধাক্কা খেল কংগ্রেস