খুন করা হয়েছে শ্রীদেবীকে, এটি সাধারণ মৃত্যু নয় দাবি বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যন স্বামীর। পড়ুন চাঞ্চলকর তথ্যটি..


শেষ পাওয়া খবর অনুযায়ী, হোটেলের যে ঘরে অভিনেত্রী ছিলেন, সেখানকার বাথরুমে অচৈতন্য হয়ে বাথটবে পড়েছিলেন শ্রীদেবী।শ্রীদেবীর মৃত্যুকে নিয়ে কদিন ধরেই জল্পনা চলছে। প্রবীণ সাংবাদিক এস.বালাকৃষ্ণণের অভিনেত্রীর মৃত্যু নিয়ে সন্দেহ প্রথমেই করেছিলেন, এখন শ্রীদেবীর মৃত্যুকে খুন বলে মনে করেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যন স্বামী।


তিনি বলেন এই মৃত্যুর সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম যোগ আছে এই মৃত্যুতে হাত রয়েছে দাউদের। তিনি এক সাক্ষাত্কারে বলেন মদ্যপান করতেন না শ্রীদেবী।মাঝেমধ্যে খেলেও, বিয়ার পান করতেন। তিনি আরো অভিযোগ করেন কেন দুবাই পুলিশের তদন্তকারী অফিসারেরা হোটেলের ঘরের সিসিটিভি ফুটেজ দেখছেন না। 

দুবাই সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে শ্রীদেবীর যখন মৃত্যু হয়, তখন হোটেলের ঘরের মধ্যেই ছিলেন তার স্বামী বনি কপূর।শেষ পাওয়া খবর অনুযায়ী, হোটেলের যে ঘরে অভিনেত্রী ছিলেন, সেখানকার বাথরুমে অচৈতন্য হয়ে বাথটবে পড়েছিলেন শ্রীদেবী।






Comments

Popular posts from this blog

বাংলা খবর, ভারত খবর, আজকের খবর, 24 ঘন্টার খবর

BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

EVM কারচুপির অভিযোগ করায় "সুপ্রিম কোর্টে " বড়সড় ধাক্কা খেল কংগ্রেস