স্বেচ্ছা মৃত্যুতে ঐতিহাসিক রায় সুপ্রিমকোর্টের..


শুক্রবার দেশের শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায় ঘোষণা করলো। মৃত্যুশয্যায় যদি ককোনো ব্যক্তি নিদারুন কষ্ট, যন্ত্রনা ভোগ করেন, তাহলে তিনি স্বেচ্ছায় মৃত্যু বরণ করতে পারবেন।সুইজারল্যান্ড ও আরও অনেক দেশে এই অধিকার থাকলেও আমাদের ভারতে এই স্বেচ্ছামৃত্যুর অধিকার ছিলো আত্মহত্যার সমান দণ্ডনীয় অপরাধ।



কিন্তু আজ সুপ্রিম কোর্টের রায়ে গোটা পরিস্থিতি পাল্টে গেল। কমন কজ নামে একটি সংস্থা বলেছে, বেঁচে থাকাটা যেমন মানুষের ব্যক্তিগত অধিকার, তেমনি মৃত্যুশয্যায় রোগে যন্ত্রনা ভোগ করার বদলে সম্মানের সঙ্গে মৃত্যুবরণটাও তাদের অধিকারের মধ্যে পরা উচিত।তবে এই রায়ের পাশাপাশি সুপ্রিম কোর্ট একগুচ্ছ কড়া শর্তও জারী করেছে।

শীর্ষ আদালত জানিয়েছেন, যখন কোনো ব্যক্তি চিকিৎসাসুস্থ হতে পারবেন না এবং তিনি কোনো আর্টিফিসিয়াল সাপোর্ট সিস্টেমের সাহায্যে বেঁচে থাকতে চাইবেন না, যখন তাঁকে সজ্ঞানে "লিভিং উইল" করে স্বেচ্ছামৃত্যু চেয়ে রাখতে হবে। তারপর তাঁর অচেতন অবস্থায় উপস্থিত হলে বা সেই অবস্থা থেকে ওঠার সম্ভবনা না থাকলে, রোগীর নিকট আত্মীয় বা ঘনিষ্ট বন্ধু এই ইচ্চাপত্রের ভিত্তিতে হাইকোর্টে আবেদন করতে পারবেন। তারপর আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।


***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****************


24 Ghanta Live News

Comments

Popular posts from this blog

বাংলা খবর, ভারত খবর, আজকের খবর, 24 ঘন্টার খবর

BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

EVM কারচুপির অভিযোগ করায় "সুপ্রিম কোর্টে " বড়সড় ধাক্কা খেল কংগ্রেস