Posts

Showing posts from February, 2018

মৌলবাদ রুখতে ভারতকে পাশে চায় বাংলাদেশ..

Image
মৌলবাদ রুখতে ভারতকে পাশে চায় বাংলাদেশ। ভারত সবসময় বাংলাদেশের সাহায্য করেছে।জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে বা বিপুল বাণিজ্য। কিন্তু কিছু কিছু জায়গায় ভারত সাহায্য করেনি যেমন রোহিঙ্গা সমস্যা ও তিস্তা চুক্তি।  এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ভারতের বন্ধুত্বের সঙ্গে তার তুলনাই হয় না। ভারত সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধু। তিনি এও বলেন আমরা কখনো কখনও মৌলবাদের সঙ্গে আপস করবেন না। তাদের মতে সরকার কখনই চলবে না। এ ব্যাপারে চোখ বুজে ভারত আমাদের উপর ভরসা করতে পারে। যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল, তাকে ধরে রাখাই আজ এ দেশের কাছে সব চেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের মানুষের বড় ভরসা ভারত। ভারত পাশে থাকলে আমরা মোকাবিলায়ও জিতব।

হোলির দিন নামাজের সময়সূচি বদল হলো এই রাজ্যে..

Image
হোলির দিন নমাজের সময়সূচি বদল এমনটাই করলেন ইমাম-ই-ইদগাহ মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহলি। তিনি বলেন হোলিতে মাতোয়ারা লোকজনের সঙ্গে নমাজের প্রার্থনায় যোগদানকারীদের অশান্তি হয়েছে। তাই আমরা বিশেষ করে সাধারণ এলাকার শান্তি বজায় রাখার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। নামাজের সময় বদলে ঠিক ১টা ৪৫-এ সময় ঠিক করা হয়। শিয়া পন্ডিত মৌলানা কালবে জাওয়াদও আসিফি মসজিদে প্রার্থনার সময় বদলে বেলা ১২টা ২০-র বদলে হবে দুপুর ১টায়।  এর আগেও হিন্দুরাও এ ধরনের পদক্ষেপ নিয়েছিল ইমাম-ই-ইদগাহ মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহলি বলেন ঈদের সময় এবছর জগন্নাথ যাত্রা দু ঘন্টা পিছিয়ে দিয়েছিল হিন্দুরা নিজে থেকে যাতে আমাদের সুবিধা হয়। রমজানের সময় তিনটি পরিবারের ঈদগাহর উল্টো দিকে রামলীলা ময়দানে বিয়ের আসর ছিল। ওরা আমাদের আবেদন মেনে বাজি পোড়ানো, ডিজে, গানবাজনার অনুষ্ঠানও বন্ধ করেছিল সে জায়গায় তো এটা এক সামান্য বেপার। Today Bengali News

তিন তালাক দিতেই থানায় ছুটলেন স্ত্রী। তারপর যা হলো শুনলে আপনিও চমকে যাবেন..

Image
সুপ্রভাত ডিজিটাল: স্বামী তিন তালাক দিতেই থানায় পৌঁছলেন স্ত্রী সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটে বীরভূমের দুবরাজপু নামক এক এলাকায়। জানা গেছে ২০১৫ সালে দুবরাজপুরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা শের খাঁ-কে বাড়ির না বলে পালিয়ে বিয়ে করেছিলেন মিলি বিবি। Anandabazar Patrika পরে সব ঠিক হয়ে যায় এবং বাড়ির লোক মেনে নেন। শের খাঁ পেশায় বিড়ি শ্রমিক ছিলেন। পরিবারের তরফে জানানো হয়েছে শের খাঁ পণ হিসাবে কানের দুল ও কুড়ি হাজার টাকা দাবি করেন এবং মেয়ের বাড়ির লোক তা সব দেন। মিলি যানান তার স্বামী সেই কানের দুল তার কাছ থেকে চায় যা সে বাপের বাড়ি থেকে পেয়েছিল। কিন্তু মিলি সেটি দিতে চায়না যার ফলে মিলিকে তিন তালাক দেন শের খাঁ। মিলিও ছেড়ে দেবার মেয়ে ছিল না সে সঙ্গে সঙ্গে ছুটে যায় দুবরাজপুর থানায় সেখানে গিয়ে পুরো ঘটনাটি যানান এবং সেখানে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। তিনি বলেন আমি জানি তিনতালক নিসিদ্ধ তাই আমি আর ভয় করিনী। সেখান কার স্থানীয় কাউন্সিলার শেখ নাজিরউদ্দিন বলেন আমরা চাই ওরা আবার সংসার শুরু করুক। সব ঘটনার পর স্বামী জেল হবার ভয়ে সব শিকার করেন আমি ভুল করেছি যা বলেছি তা রাগের মাথায় আমি সব ঠিক

Big Breaking: ত্রিপুরার থেকে বড় Exit poll কি বলছে। গেরুয়া ঝড় আসছে নাকি!!দেখুন..

Image
সুপ্রভাত ডিজিটাল: এবার লাল দুর্গে ফাটল ধরালো বিজেপি, ২৫ বছর ধরে ত্রিপুরার বাম সরকার চলছে, এবার কি তাহলে সেই বাংলার মতো পরিবর্তন। হে ঠিক তাই এমনটাই হতে চলেছে ত্রিপুরায়। ত্রিপুরায় ৬০ বিধানসভা আসন আছে, তার মধ্যে যে দল জিতবে তাকে ৩১ টি আসন পেতে হবে। নিউজ এক্স-এর সমীক্ষায় বলা হয়েছে ত্রিপুরার পরিবর্তন হবে। এবার ত্রিপুরায় সিপিএম পেতে পারে ৪৪.৩ শতাংশ ভোট। বিজেপি ও তার সহযোগীদের ঝুলিতে এবার যেতে পারে ৪২.৮ শতাংশ ভোট। বিজেপি চমক দিতে পারে বামশাসিত এই রাজ্যে। এবার দেখার পালা শনিবার এর ফলাফল।এই ফলাফল দেখে মনে হচ্ছে ত্রিপুরার রং বদল হতে পারে।   নিউজ এক্স সমীক্ষা - বিজেপি- ৩৫ - ৪৫ বাম- ১৪ - ২৩ অন্যান্য - ---- সি ভোটার সমীক্ষা - বিজেপি- ২৮-৩২ বাম- ২৬ - ৩৪ অন্যান্য - ----- অ্যাক্সিস মাই ইন্ডিয়া - বিজেপি- ৪৪ - ৫০ বাম - ৯ - ১৫ অন্যান্য- 0 -৩ Today Bengali News

মহিলাদের জন্য এক বিশেষ উপহার কেন্দ্র সরকারের..

Image
এবার থেকে স্টেশনেও পাওয়া যাবে স্যানিটারি প্যাড। তাও আবার সুলভ মূল্যে। নয়াদিল্লি ও ভোপাল স্টেশনে এবং দেশের রেলওয়ে অফিসগুলিতে ইতিমধ্যেই বসে গিয়েছে স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন। এবার দেশের আরও ২০০টি স্টেশনে এবং রেলওয়ে চত্বরে ৮ মার্চের আগে ভেন্ডিং মেশিন বসানোর উদ্যোগ চলছে। রেল সূত্রে খবর আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগেই স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন বসবে দেশের ২০০টি স্টেশনে। বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি বলেছেন, সমাজের আর্থিকভাবে অনগ্রসর মহিলা ও রেলের মহিলা কর্মীদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরোজিনী নগর রেলওয়ে কলোনিতে রেলওয়ে উইমেন্স ওয়েলফেয়ার সেন্ট্রাল অগানাইজেশন' নামে একটি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। সেখানে সস্তা ও নায্য মূল্যে স্যানিটারী প্যাড তৈরি হয়। রেলমন্ত্রী পিযুস গোয়েল সেই কেন্দ্রে গিয়ে সব দেখে মুগ্ধ হয়েছেন এবং তাদের উৎসাহ প্রদান করেছেন। জানানো হয়েছে যে, এই বছরের ১ জানুয়ারি থেকে দস্তক-এ উৎপাদন শুরু হয়েছে। ছটি প্যাডের দাম মাত্র ২২ টাকা। উৎপাদন বাড়লে এর দাম আরও কমবে বলে জানানো হয়েছে।

Big Breaking: আর্থিক কেলেঙ্কারিতে ধরা পড়ল কংগ্রেসর নেতা পি চিদম্বরমের পুত্র..

Image
ফের আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ল কংগ্রেস এর এক বড় নেতার ছেলে। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম। বুধবার সকালে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে চেন্নাই বিমান বন্দরে নামতেই ওনাকে গ্রেফতার করা হয়।  আসল ঘটনাটি হলো আইএনএক্স মিডিয়ার আর্থিক কেলেঙ্কারি মামলায় ওনাকে গ্রেফতার করে সিবিআই। কেন হলো গ্রেফতার, অভি‌যোগ ওঠে আইএনএক্স মিডিয়ার বিদেশ থেকে টাকা সংগ্রহের জন্য ‌যে ইনভেস্টমেন্ট প্রেমোশন বোর্ডের ছাড় পাচ্ছিল না। এবং সেই ছাড়পত্রের জন্য টাকা নেন কার্তি চিদম্বরম। ঘটনাটি ঘটে ২০০৭ সালে এবং সেই সময় কেন্দ্র সরকারে অর্থমন্ত্রী ছিলেন ওনার বাবা পি ছিদম্বরম। বর্তমানে ঘটনার তদন্ত করহে সিবিআই। এর সাথে সিবিআই এক লুক আউট নোটিশ জারি করে যার ফলে বিদেশ‌যাত্রা বর্তমানে বন্ধ কার্তি চিদম্বরম এর জন্য।

পাকিস্তান মিডিয়ার আজব কীর্তি, দেখুন ভাইরাল ভিডিওটি..

Image
এক নিউজ চ্যানেলের সেটে ক্যামেরার সামনে বসে এক মহিলা ও এক পুরুষ হটাত বিবাদ হয়।  নিউজ চ্যানেলের ওই পুরুষ সঞ্চালক বলে কী করে এর সঙ্গে বুলেটিন করবো ও বলছে, আমার সঙ্গে কথাই বোলো না তুমি তাহলে আমি কি করে কাজ করবো।  দেখুন ভাইরাল ভিডিওটি    তোমার যদি কোনও ব্যক্তিগত বিষয় থাকে, তা হলে সেগুলো আমার সঙ্গে আলোচনা কোরো না।এ বার নিউজ রুমের মহিলা সঞ্চালককে বলে কি হয়েছে কি, মহিলাটি বলেন ভদ্র ভাবে কথা বলো, এই কথা শুনে আরো রেগে যায় পুরুষ সঞ্চালক এবং তিনি বলেন কোথায় অভদ্র ভাবে কথা বললাম আমি, তার পর মানে দুই সঞ্চালককে বিবাদ থামাতে অনুরোধ করে যাচ্ছেন। বর্তমানে ভিডিওটি খুব ভাইরাল হচ্ছে। 

মোদী যুগে আধার কার্ডের জন্য প্রতিবছর প্রায় ১৭ হাজার কোটি টাকা ভারত সরকারের সাশ্রয় করছে। জানুন পুরো তথ্যটি..

Image
মোদী সরকার আসার পর থেকেই সরকার সবসময় আধার কার্ড এর উপর বেশি নজর দিত এবং তার ফল তাও বেস ভালই পাওয়া গেল।আসল বিসয়টি হলো রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করার ফলে গত তিন বছরে প্রায় ২.৯৫ কোটি জাল কার্ড ধরা পরে, যার ফলে সরকারের রাজকোষে প্রতিবছর প্রায় ১৭ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে। এই পুরো বিসয়টি জানান ক্রেতা-বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী সি আর চৌধুরি। ই-গভর্নেন্সের একটি অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন, তার সাথে তিনি এও বলেন যে আধার আসার ফলে ভারতের ডিজিটাল দিক থেকে অনেক সাহায্য পেয়েছে এবং অনেক জালিয়াতিও কমেছে, আধার সব জায়গায় যুক্ত হবার ফলে কাজের গতিও আগের থেকে অনেক বেড়েছে। যার ফলে সাধারণ মানুসেরও অনেক সুবিধা বেড়েছে।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুকুলের নতুন ম্যাজিক চাপে তৃণমূল..

Image
পঞ্চায়েত নির্বাচন নিয়ে সব দল এখন থেকেই কাজ শুরু করে দিয়েছে। মুকুলের চমক এবার বিজেপিতে, এবার মুকুল রায়কে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল রাজ্য বিজেপি। গতবছর তৃণমূল কংগ্রেস ছেড়ে  বিজেপিতে যোগ দেন মুকুল রায়।   জানা গিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই থেকে শুরু করে কীভাবে প্রচার সব সিদ্ধান্ত নেবেন মুকুল রায় যানান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন মুকুল বাবুর উপর আমাদের ভরসা আছে উনি যেটা করবেন দল ও সাধারণ মানুস এর কথা ভেবেই করবেন। গত কয়েক বছরে, রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে নিজের দখল আরও মজবুত করেছে বিজেপি। এবং এই পঞ্চায়েত নির্বাচনে প্রথম স্থান অধিকার করতে চায় বিজেপি। পঞ্চায়েত নির্বাচন জিতে এক নতুন বাংলা গড়তে চায় বিজেপি। আর এখন দল এর নতুন চাবিকাঠি হলো  মুকুল রায়।

আর্থিক জালিয়াতি করে বিদেশে পালিয়ে বাঁচার পথ বন্ধ এবার এক নতুন কড়া আইন মোদী সরকারের...

Image
  বিজয় মালিয়া, ললিত মোদী থেকে নীরব মোদী মতো আর কেউ পারবে না দেশ থেকে পালাতে। কোটি কোটি টাকা জালিয়াতি বন্ধ করতে এবার মোদী সরকার নিয়ে আসছে এক নতুন আইন। নতুন এই আইন অনু‌যায়ী, আর্থিক দুর্নীতিতে যুক্তদের দেশে ফেরানো না ‌গেলে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বকেয়া অর্থ উদ্ধার করতে পারবে সরকার।  এই আইন আসবে মার্চেই সংসদের অধিবেশনে পেশ করা হবে ‘দ্যা ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স বিল’ নামে একটি বিল থেকে। এই নতুন বিল অনুযায় কেউ যদি কোনও আর্থিক অপরাধ করে বিদেশে পালিয়ে যায়, সেক্ষেত্রে তাকে পলাতক আর্থিক অপরাধী বলে গণ্য করা হবে এবং আর্থিক জালিয়াতি, কর ফাঁকি, নথি জাল, ঋণ খেলাপি টাকা ফেরত না দেওয়া একাধিক বিষয় আছে নতুন এই আইন,এবং ১০০ কোটি টাকার বেশি হলে, কেবল তখনই তা ‘দ্যা ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স বিল’-এর আওতায় পড়বে।

খুন করা হয়েছে শ্রীদেবীকে, এটি সাধারণ মৃত্যু নয় দাবি বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যন স্বামীর। পড়ুন চাঞ্চলকর তথ্যটি..

Image
শেষ পাওয়া খবর অনুযায়ী, হোটেলের যে ঘরে অভিনেত্রী ছিলেন, সেখানকার বাথরুমে অচৈতন্য হয়ে বাথটবে পড়েছিলেন শ্রীদেবী।শ্রীদেবীর মৃত্যুকে নিয়ে কদিন ধরেই জল্পনা চলছে। প্রবীণ সাংবাদিক এস.বালাকৃষ্ণণের অভিনেত্রীর মৃত্যু নিয়ে সন্দেহ প্রথমেই করেছিলেন, এখন শ্রীদেবীর মৃত্যুকে খুন বলে মনে করেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যন স্বামী। তিনি বলেন এই মৃত্যুর সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম যোগ আছে এই মৃত্যুতে হাত রয়েছে দাউদের। তিনি এক সাক্ষাত্কারে বলেন মদ্যপান করতেন না শ্রীদেবী।মাঝেমধ্যে খেলেও, বিয়ার পান করতেন। তিনি আরো অভিযোগ করেন কেন দুবাই পুলিশের তদন্তকারী অফিসারেরা হোটেলের ঘরের সিসিটিভি ফুটেজ দেখছেন না।  দুবাই সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে শ্রীদেবীর যখন মৃত্যু হয়, তখন হোটেলের ঘরের মধ্যেই ছিলেন তার স্বামী বনি কপূর।শেষ পাওয়া খবর অনুযায়ী, হোটেলের যে ঘরে অভিনেত্রী ছিলেন, সেখানকার বাথরুমে অচৈতন্য হয়ে বাথটবে পড়েছিলেন শ্রীদেবী।

যারা ভারত মাতা কি জয়' যাঁরা বলেন না তাঁরা পাকিস্তানি, কড়া মন্তব্য এই বিধায়কের..

Image
                                  ফের বিতর্ক উস্কে দিলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র নারাইন সিংহ। এবার বিতর্ক পাকিস্তান নিয়ে। তিনি এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সেখানেই তিনি বলেন যাঁরা ভারত মাতা কি জয় বলেন না, তাঁরা পাকিস্তানি। যারা দেশে থেকে দেশ বিরোধী কথা বলেন তারা পাকিস্তানি। এমন মন্তব্য এর পর রাজনৈতিক মহল গরম হয়ে যায়।এর আগে তিনি বলেছিলেন, ২০২৪-র মধ্যে ভারত হিন্দু রাষ্ট্র হয়ে উঠবে। এরপর সেই মুসলিমরাই এদেশে থাকবেন, যাঁরা হিন্দু সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন। বিজেপি তরফ থেকে জানানো হয়েছে এটা একাত ওনার মন্তব্য এর সাথে বিজেপির কোনো মত নেই।

ভাইচুংকে বিজেপি স্বাগত জানিয়ে তৃণমূলকে দিল এক নতুন চমক..

Image
ভাইচুং নিয়ে এখন রাজনীতি চরমে, সব রাজনৈতিক দল চায় ভাইচুং তাদের দলে যুক্ত হয়। কিন্তু ভাইচুং কোন দলে যুক্ত হবে সেই নিয়ে জল্পনা এখন চরমে। গোর্খাল্যান্ডের দাবি যখন উঠেছিল সেই সময় ভাইচুং বলেন আলাদা গোর্খাল্যান্ড হলে পাহাড়ে শান্তি আসবে। তৃণমূল ছেড়ে দেবার পর ভাইচুংকে পেতে সবাই চাইছে কিন্তু ভাইচুং যোগ দিতে পারে বিজেপিতে এমনটাই জানা যায় কিছু সুত্র থেকে। এই বেপারটিকে বল দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু ও সর্বভারতীয় সম্পাদক রাহুল সিংহ, দল ছাড়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু ভাইচুংকে বিজেপিতে স্বাগত জানান এবং বিজেপির সর্বভারতীয় সম্পাদক রাহুল সিংহও বলেন আসতে চাইলে ওঁর মতো দেশবরেণ্য ফুটবলারকে আমরা নিশ্চয়ই স্বাগত জানাব। ওঁকে পেলে বিজেপি ও দেশের লাভ হবে।এমনকি এও জানা যায় তিনি বিজেপিতে যুক্ত হবার জন্যই তিনি তৃণমূল ছেড়ে দেবার সিধান্ত নেন। অনেক জায়গায় তৃণমূল এর সাথে তার মত মেলেনি যেমন নোটবন্দী ও গোর্খাল্যান্ড দাবিতে তিনি দল এর বিরুদ্ধে গিয়ে বলেন তার জন্য দল তার উপর ভরসা ঠিক করতে পারিনি।

Big Breaking: ১০৯ কোটি টাকার ব্যাঙ্ক ঘোটালা করলো এবার এই কংগ্রেস জামাই..

Image
এবার কংগ্রেস পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পর এবার ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ঘোটালা। আসল ঘটনাটি হলো পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমার্নার সিং,ওনার জামাই এর বিরুদ্ধেই এমন অভিযোগ উঠলো।  ১০৯ কোটি টাকা ঋণ না শোধ করার অভিযোগে যুক্ত এফআইআর-এ নাম রয়েছে এই সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর গুরমিত সিংহ ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গুরপাল সিংহ এবং সিএফও, এছাড়াও রয়েছে অনেকে। এই সংস্থার ১১% শেয়ার পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমার্নার সিং এর জামাই এর। ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের দাবি ২০১১ সালে কিছু চাষিদের টাকা দেওয়ার কথা বলে ১০৯ কোটি টাকা ঋণ নেয় সিমভাওলি সুগার্স। যে কৃষকদের টাকা দেওয়ার কথা বলা হয়, তাঁদের প্রত্যেকের নাম জমা দেওয়া হয় ব্যাঙ্কে। এবং কেওয়াইসিও করা হয়। চাষিদের নামে নেওয়া সব টাকাই নিয়ে নেয় সুগার্স কোম্পানি। বর্তমানে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স সিবিআইকে তদন্ত জন্য অনুরোধ করে এবং সিবিআই এই মাবলাটি নিয়ে তদন্ত শুরু করে।

ভাইচুং: তৃণমূল ছাড়ার আসল কারণ শুনলে আপনিও চমকে যাবেন..

Image
তৃণমূল ছাড়লেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক ভাইচুং ভুটিয়া। তৃণমূলে তাঁকে তেমন গুরুত্বও দেওয়া হচ্ছিল না। সেই কারণেই কি এমন সিধান্ত? সোমবার সকাল ৯টা ২৭ মিনিটে টুইট করেন এবং যানান আজ তৃণমূলের সদস্যপদ-সহ যাবতীয় পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিলাম। আমি ভারতের আর কোনও রাজনৈতিক দলের সদস্য রইলাম না। এমন মন্তবের পর বাংলার রাজনীতিতে ঝর উঠে আসে যার ফলে সবাই জানতে চায় কেন ভাইচুং ভুটিয়া এমন সিধান্ত নিলেন তার মানে কি তিনি রাজনীতি ছাড়ছেন না অন্য কোনো দলের সাথে যুক্ত হবার জন্য এমন সিধান্ত। এর প্রথম কারণ হলো ওনাকে তৃণমূলে তাঁকে তেমন গুরুত্বও দিত না এমনকি উনিও অনেক সময় দলের বিরুদ্ধে কথা বলতেন,যেমন তিনি নোট বন্ধীকে সমর্থন করেছিলেন এবং তিনি যখন পাহাড় জলছে তখন ও তিনি গোর্খা সমর্থনে দাড়িয়ে ছিলেন। এই সব কারণের জন্যই কি দল থেকে চাপ এর ফলে এমন সিধান্ত না অন্য কিছু ?

Big Breaking: আবার সার্জিক্যাল স্ট্রাইক করতে চলেছে ভারতীয় সেনা, কিন্তু কবে কোথায় জানুন..

Image
ফের সার্জিক্যাল স্ট্রাইকের ইঙ্গিত দিলেন ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত। কড়া ভাসায় পাকিস্তানকে জবাব দিতে তৈরী হচ্ছে ভারতীয় সেনা।পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন সেনা প্রধান বিপিন রাওয়াত। তিনি বলেন সুঞ্জানের সেনা ছাউনিতে হামলার চড়া মূল্য পাকিস্তানকে দিতে হবে, তিনি এও বলেন যদি দরকার পরে তাহলে ফের সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত। গত ১০ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের সুঞ্জানে সেনার ৩৬ ব্রিগেডের সদর দফতরে হামলা চালায় জইশ-ই-মহম্মদের জঙ্গিরা। শহিদ হন ৬ জন জওয়ান। এবার তার জবাব দিতে চায় ভারত এমনটাই পস্ট করলেন সেনা প্রধান বিপিন রাওয়াত, তিনি এক সাক্ষাত্কারে এমন বলেন।

স্যালুট এই মহিলাকে, আজ শহীদ সেনা স্ত্রী যা করে দেখালেন..

Image
সুপ্রভাত ডিজিটাল: কুমুদ ডোগরা যুদ্ধের ময়দানে বীরত্ব দেখানোর চেয়ে, এই সাহসিকতা যে কোনও অংশে কম নয়, কিন্তু গত ১৫ ফেব্রুয়ারি এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। ডি ভটসের সঙ্গে সেদিন বায়ুসেনার বিমানে ছিলেন জয় পল সিংহ।  বায়সেনার জোরহাট স্টেশন থেকে তাঁরা ওড়েন কিন্তু বিমানটি দুই আসন বিশিষ্ট ছিল তার বায়ুসেনা দেখভাল করা সবচেয়ে ছোট বিমানের অন্যতম ছিল এটি যান্ত্রিক ত্রুটির কারণে অসমের মাজুলি দ্বীপের কাছে ভেঙে পড়ে বিমানটি।এরপর স্বামীকে শেষবিদায় জানাতে সদ্য মা হওয়া মেজর কুমুদ সেনার ইউনিফর্মে হাজির হন শেষযাত্রায়, সঙ্গে আনেন তাঁর পাঁচ দিনের শিশুকন্যাকে। ভারতের এই গর্বিত বীরদের জন্যই আজ ভারত এত শক্তিশালী। 

পিএনবি কেলেঙ্কারি: নীরব মোদীর বিলাসবহুল বাংলো সহ রেকর্ড এত কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করল মোদী সরকার..

Image
ইডির বড় সাফল্য,মামা-ভাগ্নে জুটির মোট ৯৪ কোটি ৫২ লক্ষ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি নীরব মোদী ও তাঁর ব্যক্তিগতলাক্সারি গাড়ি যেমন রোলস রয়েস ঘোস্ট, দু’টি মার্সিডিজ বেঞ্জ, একটি পোর্সে পানামেরা, তিনটি হন্ডা এবং একটি টয়োটা ফরচুনার গাড়ি এ দিন বাজেয়াপ্ত করেছে ইডি। এই সব গাড়ি আজ ইডি বাজেয়াপ্ত করে। পিএনবি কেলেঙ্কারিতে নীরব মোদীর আরও কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। আজ নীরবের প্রায় ২১টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এরমধ্যে রয়েছে পেইন্ট হাউস, খামারবাড়ি সহ হীরে ব্যবসায়ীর মোট ৫২৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। দেশের ১৭টি জায়গায় তল্লাশি চালিয়ে মোট ১০ কোটি টাকার হিরে ও ১৪১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিট থেকেমোট ১৪৫ কোটি ৭৪ লক্ষ টাকা পাওয়া যায়। এখনও পর্যন্ত নীরব ও তাঁর মামা মেহুল চোক্সীর মোট ১২৬টি ভুয়ো সংস্থার সন্ধান মিলেছে বলে জানিয়েছে ইডি। সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৫ হাজার ৭৩৬ কোটি টাকার। দেশে এই প্রথম এমন দূর্ত কাজ করছে বলে যানান সাধারন মানুস।

ভারতের এই চাপের ফলে পাকিস্তানের সঙ্গ ছাড়তে বাধ্য হলো চিন..

Image
ভারতকে চাপে রাখতে বিভিন্ন মঞ্চে পাকিস্তানের পাশে দাঁড়ায় চিন। কিন্তু এবার চীনও পালটি খেলো, চীন এবার পাকিস্তানের হাত ছাড়ল। চাপে পাকিস্তান। পাকিস্তান যেভাবে সন্ত্রাস ছড়াচ্ছে তা আর কোনো দেশের কাছে লুলিয়ে নেই,  আর সেই পাকিস্তানকে বারবার সমর্থন করে চীন বিশ্বের দরবারে এক সন্ত্রাস সমর্থক ভাব আসছিল কিন্ত বেজিংই এবার হাত ছাড়ল ইসলামাবাদের। ভারতের প্রধানমন্ত্রী মোদী কড়া ভাসায় জানায় যানান ভারত কোনদিনও সন্ত্রাস ও সন্ত্রাস সমর্থনদের কখনো সমর্থন করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র , ভারত ও অন্যান্য দেশের চাপের মুখেই অবস্থান বদল করেছে চিন।  তবে পাকিস্তান এর দাবি, এব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মাসখানেক আগেই পাকিস্তানকে সবরকম আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার সেই পথে চীন। যে কাজ ভারত প্রথম শুরু করেছিল সেই কাজ আসতে আসতে বিশ্বের বড় বড় দেশ গুলো এখন করছে ভারতের চাপে পরে।

বিশ্ব বাণিজ্য সম্মেলনে মোদীর কড়া বার্তা ছোট মোদীকে,কী বললেন তিনি পিএনবিকাণ্ড নিয়ে..

Image
টাইমস অফ ইন্ডিয়ার উদ্যোগে গ্লোবাল বিজনেস সামিট এবছরও শুরু হয়। আর সেই উপলক্ষ্যে দেশ বিদেশের সব বড়বড় ব্যবসার উদ্যোগপতিরা যুক্ত হন। এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে যোগ দিয়েছেন। এই সামিট এর মূল বিসয় হলো ব্যবসারকে প্রোমোট করা ও তার সাথে এক আলোচনা সভা। এই সভাকে উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বলেন যারা সাধারণ মানুষের অর্থ নয়ছয় করে তাঁদের ছেড়ে কথা বলা হবে না। ১১,৪০০ কোটি টাকার পিএনবি কেলেঙ্কারিকে ইঙ্গিত করেই এই কথা বলেন। তিনি বলেন ভারত এখন বিশ্বের মধ্যে সবথেকে বেশি দ্রুত গতিতে অর্থনৈতি নিয়ে চলা দেশ, এই দেশে যে যে কোম্পানি আসবে তারা খুব ভালো করে কাজ করতে পারবে। এই সামিটে যুক্ত ছিলেন সম্মেলনের স্পিকার ভারতের নীতি-আয়োগের সিইও অমিতাভ কান্ত ও ভারতীয় বিনোদন শিল্পের অন্যতম উদ্যোগপতি শাহরুখ খান ও একতা কাপুর।

ভুল বিজ্ঞাপনের অনুমতি না দেওয়াতে মুখ্যসচিবকে বাড়িতে ডেকে পেটালো এই মুখ্যমন্ত্রীর বিধায়ক..

Image
মুখ্যসচিব পেটানো কেলেঙ্কারী কথাটা শুনলে খুবই খারাপ লাগে, কিন্তু এমন ঘটনাটি ঘটলো দেশের রাজধানী দিল্লিতে। তাও কারণ এখনও পযন্ত জানাগেছে বিজ্ঞাপনের অনুমতি না পাবার জন্য এমন ঘটনা। আসল ঘটনাটি হলো এক বৈঠকের জন্য মুখ্যসচিবকে মুখ্যমন্ত্রী আবাসে ডাকেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।  সেই বৈঠক নিয়ে মুখ্যসচিব বলেন আমি মুখ্যমন্ত্রী আবাসে আসার পর আমাকে বসতে বলা হয়,সেখান আমি ছাড়া মুখ্যমন্ত্রী ও তার দলেন কিছু বিধায়ক উপস্থিত ছিলেন, সেখানে আমাকে বলা হয় রাজ্য সরকার যে বিজ্ঞাপন ছাড়তে চাইছে তা কেন আমি পাস করিনি।  তার জবাবে আমি তাদের বলি এই বিজ্ঞাপন গুলি সুপ্রিমকোর্টের নির্দেশ বিরোধী তাই এই বিজ্ঞাপনের অনুমতি আমি দিতে পারব না। এমন বলার পরেই সেখানে থাকা বিধায়ক আমার উপর হামলা করে এবং আমাকে মারার চেষ্টা করে, সেই জায়গা থেকে আমি কোনো রকমে বেরিয়ে আসি। এই পুরো ঘটনা সোনার পর পুলিস আজ মুখ্যমন্ত্রী আবাসে গিয়ে তদন্ত শুরু করে ও তার সাথে এখনও পর্যন্ত দুটি বিধায়ক ধরা হয়।

ভারত কখনো কাউকে অপমান করে না।ফের প্রমান করলেন প্রধানমন্ত্রী মোদী..

Image
Anandabazar Patrika প্রধানমন্ত্রী কখনো কাউকে অসন্তোষ করে না তার প্রমান ফের আজ পাওয়া গেল। কানাডার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাস্টিন ট্রুডোকে বুকে টেনে নিলেন।আনুষ্ঠানিক সাক্ষাৎপর্ব মিটতেই আলোচনায় বসবেন দুই দেশের প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতে আসার পর থেকেই প্রশ্ন উঠছিল যে ট্রুডোকে সন্মান করেনি ভারত।  কিন্তু আজ যে ভাবে প্রধানমন্ত্রী মোদী ওনাকে জড়িয়ে ধরে সাগত করেছেন তাতে সেটি এখন এখন ব্রেকিং নিউজ। আনুষ্ঠানিক সাক্ষাৎপর্ব মিটতেই আলোচনায় বসবেন দুই দেশের প্রধানমন্ত্রী, কথা হতে পারে খলিস্তান ইস্যু নিয়েও। ভারত ভ্রমণের অতীত স্মৃতি সুখকর যানান প্রধানমন্ত্রী মোদী। Today Bengali News

স্কুলের ঐতিহ্যের গেরুয়া রং, কিন্তু রাজ্য সরকার চায় বদল সাদা নীলে..

Image
গেরুয়া রং না বিদ্যালয়ে তাহলে কি সাদা নীল? এই নিয়ে চিন্তায় ডায়মন্ড হারবারের কৃষ্ণচন্দ্র পুর হাই স্কুল কতৃপক্ষ। স্কুল কতৃপক্ষ চায় বিদ্যালয় এর রং থাকুক গেরুয়া। এবং এই নিয়ে রাজ্য সরকারকে একটি চিঠিও লেখেন তারা কিন্তু তাতেও ফল হয়নি।  রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই বিদ্যালয় সর্বশিক্ষা অভিযান-এর আওতায় ও সর্বশিক্ষা অভিযান-এর বর্তমান রং সাদা নীল তো সেই রং বিদ্যালয় করতে হবে। এই বিষয়ে কৃষ্ণচন্দ্র পুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি তিনি বলেন বিদ্যালয় এর রং গেরুয়া এটা এক ঐতিহ্যের কথা।  তিনি বলেন ৭২ বছর আগে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এই স্কুল নির্মিত হয়।ঠিক তখন থেকেই গেরুয়া রং এ এই বিদ্যালয় ছিল কিন্তু বর্তমানে এর জন্য আমরা সরকারকে অনুরোধ করছি, কিন্তু কিছু ফল হয়নি। গোটা স্কুলই সিসিটিভি নজরে ও বর্তমানে প্রায় ৩,৫০০ পড়ুয়া এই স্কুলে পড়াশুনা করে।

মোদী যুগে দেশে প্রথম ইডির সাফল্য করলো রেকর্ড..

Image
ইডির বড় সাফল্য,মামা-ভাগ্নে জুটির মোট ৯৪ কোটি ৫২ লক্ষ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি নীরব মোদী ও তাঁর ব্যক্তিগতলাক্সারি গাড়ি যেমন রোলস রয়েস ঘোস্ট, দু’টি মার্সিডিজ বেঞ্জ, একটি পোর্সে পানামেরা, তিনটি হন্ডা এবং একটি টয়োটা ফরচুনার গাড়ি এ দিন বাজেয়াপ্ত করেছে ইডি। এই সব গাড়ি আজ ইডি বাজেয়াপ্ত করে। দেশের ১৭টি জায়গায় তল্লাশি চালিয়ে মোট ১০ কোটি টাকার হিরে ও ১৪১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিট থেকেমোট ১৪৫ কোটি ৭৪ লক্ষ টাকা পাওয়া যায়। এখনও পর্যন্ত নীরব ও তাঁর মামা মেহুল চোক্সীর মোট ১২৬টি ভুয়ো সংস্থার সন্ধান মিলেছে বলে জানিয়েছে ইডি। সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৫ হাজার ৭৩৬ কোটি টাকার। দেশে এই প্রথম এমন দূর্ত কাজ করছে বলে যানান সাধারন মানুস।

দেখুন ভিডিও: মঞ্চে উঠে এক মহিলা মুখ্যমন্ত্রীর পায়ে পরলেও তার কথা শুনলেন না মমতা..

Image
উত্তর দিনাজপুরের হেমতাবাদে ত্রিস্তরীয় নিরাপত্তা ভেদ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে উঠে পড়লেন এক মহিলা, সেই মহিলা চোখের জল ফেলতে ফেলতে মুখ্যমন্ত্রীকে কিছু বলার চেষ্টা করে কিন্তু তার কোনো কথা শোনেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন ভিডিওটি: সভা চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন ঠিক তখনি হঠাত্ দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে দুই মহিলা মঞ্চের দিকে ছুটে যায়, এবং তার মধ্যে এক মহিলা মঞ্চে উঠে মুখ্যমন্ত্রীর পা ধরতে চায়, কিন্তু তা আর হয় না। মুখ্যমন্ত্রী এই কান্ড দেখে আরো রেগে যান ও তাকে নামাবার কথা বলেন তিনি, এই ঘটনায় মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়েও প্রস্ন ওঠে।

কেন মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে চিন্তায় ভারতের সেনাপ্রধান? পড়ুন চাঞ্চলকর তথ্যটি..

Image
সুপ্রভাত ডিজিটাল: ভারতের সেনাপ্রধান তার এক বক্তবে তিনি যানান অসমের বিভিন্ন জেলায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাদের কাজ হলো এলাকা দখল করে ছায়াযুদ্ধ করা। তিনি বলতে চেয়েছেন যে অনুপ্রবেশকারীর সংখ্যা বৃদ্ধিতে এআইইউডিএফের জনপ্রিয়তা বাড়ছে। কারণ এরা ভারতীয় নয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা মানুস, তিনি বলেন আমি কোনো রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশে কিছু মন্তব্য করিনা।কিন্তু এই মন্তব্য এর বিরোধিতা করেন আসাউদ্দিন ওয়াইসি, তিনি টুইটারে রাজনৈতিক বিষয় হস্তক্ষেপ করা উচিত নয় সেনাপ্রধানের সংবিধান ও গণতান্ত্রিকভাবে উত্থান ঘটতেই পারে রাজনৈতিক দলের ওনার নয়।

এক দশকের সেরা পুরস্কার পেলেন বিজেপির রাজ্যসভার এই সাংসদ..

Image
সুভাষ চন্দ্র নামটা অনেকে জানেন আবার অনেকে নাও জানতে পারেন। সুভাস চন্দ্র হলো বিজেপির রাজ্যসভার সাংসদ ও তার সাথে জীমিডিয়ার মালিক। ওনাকে Entrepreneur of the Decade পুরস্কারে সম্মানিত করল বম্বে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন।  আন্তর্জাতিক বিনোদনশিল্পে অন্যতম মুখ সুভাষ চন্দ্র। তিনি জি টিভি নিয়ে যে টেলিভিশন জগতে এক বিপ্লব তৈরী করেছিলেন তা ভারতে প্রথম। তিনি প্রথম ভারতে প্রাইভেট টিভি চ্যানেল নিয়ে আসেন, সময়টা ছিল ১৯৯২ সাল সেই সময় সরকারী চ্যানেল ছাড়া আর কিছু ছিল না, তিনি প্রথম এই মিডিয়া যুগ শুরু করেছিলেন। তিনি ২০১১ সালে International Emmy Directorate Award পেয়েছিলেন। বর্তমানে ১৭১টি দেশের ১০০ কোটি মানুষ দেখেন জি-র বিভিন্ন চ্যানেল। Today Bengali News

চিনের সাহায্যে পাকিস্তান ও বাংলাদেশ বললেন সেনাপ্রধান। পড়ুন চাঞ্চলকর তথ্যটি..

Image
চীন নিজে চায়না শান্তিতে থাকতে এই কারণে এমন অশান্তি জিইয়ে রাখতে চিন সাহায্য করছে পাকিস্তানকে। পাকিস্তান ছায়াযুদ্ধ চালাচ্ছে এবং তার অঙ্গ হিসাবে বাংলাদেশ থেকে পাকিস্তান এর জঙ্গি ঢুকছে ভারতে। এমনই দাবি করলেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের। তিনি বলেন বাংলাদেশের পশ্চিমের প্রতিবেশীর কারণে প্ল্যানমাফিক অভিবাসন চলছে। ওরা ছায়াযুদ্ধ চালিয়ে সবসময় চেষ্টা করে যায় যাতে এই অঞ্চলটা দখল হয়ে যায় এবং অশান্তি বাঁধিয়ে রাখতে চিনের সমর্থন ও পাচ্ছে ওরা। তিনি আরো বলেন, সরকার উত্তরপূর্বের দিকে নজর সঠিক দৃষ্টিভঙ্গি রেখেছে যদি তেমন কিছু হয় তাহলে ভারত ও ছাড়বে না পাকিস্তান ও চীনকে। 

রামনবমীতে অস্ত্রমিছিল নিয়ে এক বড় সিদ্ধান্ত নিল বিশ্ব হিন্দু পরিষদ..

Image
সুপ্রভাত ডিজিটাল:    রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী রামনবমীর দিন অস্ত্র নিয়ে মিছিল চলবে না। বিশ্ব হিন্দু পরিষদ এর তরফ থেকে জানানো হয় ওই দিন বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত মিছিল ও শোভাযাত্রায় বিজেপি নেতা কর্মীরা তরোয়াল বা ত্রিশূলের মতো কোনও অস্ত্রই হাতে নেবেনা।  এ কথা জানান বিশ্ব হিন্দু পরিষদ ক্ষেত্র সংগঠন সম্পাদক শচীন সিনহা। তিনি বলেন কাউকে মিছিলে অস্ত্র নিয়ে আসতে হবে না, তবে অস্ত্রের রেপ্লিকা হাতে থাকবে ও শোভাযাত্রায় থাকবে ‘ওঁ’ লেখা গেরুয়া পতাকা এবং হিন্দু ধর্মের নানা প্রতীক।  রামনবমী ও হনুমান জয়ন্তী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ এর এবার কর্মসূচি শুরু হচ্ছে ১৮ মার্চ ও ২৫ মার্চ রামনবমী এবং তার পর হনুমান জয়ন্তী।বিশ্ব হিন্দু পরিষদ ক্ষেত্র সংগঠন সম্পাদক শচীন সিনহা এও যানান আমাদের ও বিজেপির তরফ থেকে কোনো ভুল হবে না কিন্তু রাজ্য সরকার ও প্রশাসন দ্বারা যদি কিছু করা হয় তা ঠিক হবে না।

সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের এই বিজেপি বিধায়কের..

Image
সুপ্রভাত ডিজিটাল: সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক এর, নাম লোকেন্দ্র সিংহর, তিনি ছিলেন সীতাপুরে বিজনুরের নুরপুরের বিধায়ক। দুর্ঘটনাটি ঘটে ২৪ নম্বর জাতীয় সড়কে কমলাপুর থানা এলাকায়, সেখানে বিধায়কের গাড়ির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।  এই দুর্ঘটনায় বিধায়ক ও তাঁর দুই গানার এবং ট্রাক চালকের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট সরকারি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় বিধায়ক সহ দুই গানার এবং ট্রাক চালকের। বিধায়কের গাড়ির চালক গাড়িতেই আটকে পরেন তাকে উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। Today Bengali News

সত্যি কথা বলায় দলের প্রাক্তন মন্ত্রীকে ধমক রাজ্যের মুখ্যমন্ত্রীর..

Image
এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দলেরই প্রাক্তন মন্ত্রী-বিধায়ক কেও ছাড়লেন না। বৈঠক চলাকালীন সভার সামনে এক ধমকে প্রাক্তন মন্ত্রীকে বসিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এমনকি ওনাকে কোন কথাই বলতে দিলেন না মুখ্যমন্ত্রী। ঘটনাটি ঘটে মালদহে প্রশাসনিক এক বৈঠকে। দলের প্রাক্তনমন্ত্রী সাবিত্রী মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে বলতে ওঠেন দলের হয়ে ঠিক তখনি তাঁকে থামতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মুখ্যমন্ত্রী বলেন এটা প্রশাসনিক বৈঠক এটা সকলের বলার জায়গা নয় যাঁকে জিজ্ঞাসা করছি তিনিই শুধু বলবেন। তার পরও সাবিত্রী মিত্র বলতে থাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধমক দিয়ে বসিয়ে দেন। ফের মালদহ তৃণমূলের বিভাজন প্রকাশ্যে দেখা গেল। Today Bengali News

মোদী বলতে শুধু নরেন্দ্র মোদীকেই চিনি আর কাউকে না। দেখুন কিভাবে সাংবাদিকে কড়া জবাব দিলেন বাবা রামদেব..

Image
মোদী বলতে শুধু নরেন্দ্র মোদীকেই চিনি আর কাউকে না। এবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ালেন বাবা রামদেব। তিনি বলেন মোদী বলতে তিনি শুধু নরেন্দ্র মোদীকেই চেনেন আর কাউকে না। রামদেবকে যখন এক সাংবাদিক প্রশ্ন করেন যে, দেশের তিন মোদীর দুর্নীতি জন্য দেশ বিপাকে অর্থাত তিন মোদী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পিএনবি প্রতারণা কাণ্ডের নীরব মোদী এবং আইপিএল কাণ্ডের ললিত মোদী।  এই প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি মোদী বলতে শুধু নরেন্দ্র মোদীকেই চিনি আর কাউকে না, দেশের উন্নতিতে খুব ভাল কাজ করে চলেছে নরেন্দ্র মোদী এবং ওনার নাম ইতিহাসে তোলা থাকবে। ভারতকে প্রগতিশীল তৈরী করতে এমন মোদী দরকার যে দেশকে রক্ষা করবে। এর সাথে তিনি বলেন যারা দেশের টাকা চুরি করে পালিয়েছে তাদের ঠিক প্রধানমন্ত্রী মোদী ধরে আনবেন।

চিনের ভাষাকে সরকারি ভাষা করছে পাকিস্তান!! ভারতের চাপে কি এমন সিদ্ধান্ত..

Image
চিনের ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিল পাকিস্তানের পার্লামেন্ট। এই পদক্ষেপ নেবার কারণ কি ভারত, ভারতকে দেখাতে চীন এর সাথে কেমন সম্পর্ক তা ভারতের সেই কারনে এমন সিধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। পাকিস্তান এর মতে পাকস্তানের সাধারণ মানুষের যোগাযোগ স্থাপনে সুবিধা হবে চিনের। এই উদ্দেশ্যেই চিনের মান্দারিনকে সরকারি ভাষার স্বীকৃতি দিতে চলেছে পাকিস্তান। পাকিস্তান চীন এর মান্দারিন ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিতে চলেছে। পাকিস্তান সরকারের এই পদক্ষেপ নিয়ে পাকিস্তানেই বিতর্ক শুরু হয়ে গেছে।

এবার রেলের চাকরি নিয়ে এক বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের..

Image
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। এবার রেলের চাকরিতে আবেদনের বয়সের উর্ধ্বসীমা বাড়ানো হল আরো ২ বছর। রেলের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য ২ বছর বাড়ানো হলো যার ফলে আরো অনেকে সুযোগ পাবে। বর্তমানে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে মোট ৮৯,৪০৯টি পদে নিয়োগের আবেদন রেল মন্ত্রক দিয়েছিল, সেখানেই বলা হয় গ্রুপ সি পদে চাকরির আবেদনের বয়সসীমা ২৮ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর ও তার সাথে ওবিসি প্রার্থী ৩৩ বছর এবং তপসিলি জাতি ও উপজাতি প্রার্থীরা ৩৫ বছর প‌র্যন্ত আবেদন করতে পারবে। এবং অন্যদিকে গ্রুপ ডি পদেও বয়সের উর্ধ্বসীমা ২৮ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়। ও তার সাথে ওবিসি প্রার্থীদের ৩৬ ও তপসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ৩৮ বছর বয়স করা হয়। রেল এর তরফ থেকে জানানো হয় বাংলার সাথে সাথে মালায়লম, তামিল, কন্নড়, ওড়িয়া ও তেলেগুতেও প্রশ্নপত্র হবে।

সরকারের সাহায্যে ভারতের প্রথম বিমান কারখানা তৈরী হতে চলেছে এই বিজেপি শাষিত রাজ্যে..

Image
সুপ্রভাত ডিজিটাল:  দেশে এই প্রথম তৈরী হতে চলেছে বিমান কারখানা। মহারাষ্ট্রে দেশের প্রথম অসামরিক বিমান তৈরির কারখানায় তৈরী হতে চলেছে। এই স্বপ্নকে বাস্তব করতে মাঠে নামেন পাইলট অমল, এতদিন তিনি শুধু বিমান উড়িয়েছেন এবার তিনি সরকারের সাহায্যে বিমান তৈরী করবেন। এটি হবে ভারতের প্রথম বিমান কারখানা। এই স্বপ্নকে বাস্তবে পরিনত করতে মহারাষ্ট্রের বিজেপি সরকার সঙ্গে ৩৫ হাজার কোটি টাকার মউ স্বাক্ষরিত হয়। সোমবার মুম্বইয়ে আয়োজিত ম্যাগনেটিক মহারাষ্ট্র সামিটে অমলের সঙ্গে রাজ্য সরকারের এই চুক্তি সই করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। অমল জানায় পালঘর জেলায় ১৫৭ একর জায়গা নিয়ে তৈরী হবে এই বিমান কারখানা। সেখানে ৬ এবং ১৯ আসনের বিমান তৈরি করবে তাঁর সংস্থা থার্স্ট এয়ারক্রাফ্ট প্রাইভেট লিমিটেড। তিনি বলেন ধীরে ধীরে ১ হাজার ৩০০টি বিমান তৈরি টার্গেট রয়েছে। এবং এই কারখানা তৈরী হবার পর কর্মসংস্থান হবে প্রায় ১০ হাজার মানুষের। 

১০ মিনিটে ৮০ কিলোমিটার, চাপতে পারবে সাধারণ মানুসও, স্বপ্ন পূরণে মোদী সরকার..

Image
২০২২ সাল ভারত সাধীনতার ৭৫ বছর পূরণ হবে। ২০২২ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন নিউ ইন্ডিয়া এক চিন্তা ধারা যা ভারতকে প্রগতির সাথে বিশ্বের দরবারে এক গুরুতপূর্ণ জায়গায় নিয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প বুলেট ট্রেন।  ১,১০,০০০ কেটি টাকার এই প্রকল্প ভারতকে এক নতুন পথে নিয়ে যাবে এক নতুন স্বপ্ন সারা ভারতবাসীর পূর্ণ হবে। সম্প্রতি তিনি ওমান সফরে গিয়ে ভারতীদের এক অনুষ্ঠানে মোদী জানিয়েছেন ২০২২ সালেই চালু হয়ে ‌যাবে বুলেট ট্রেন। শোনা ‌যাচ্ছে প্রায় বিমানের মতো ভাড়া হবে বুলেট ট্রেনের। কিন্তু ভারত সরকার চায় বুলেট ট্রেন ভারতের সব সাধারণ মানুস যাতে চাপতে পারে আর এই ব্যবস্তা খুব তারাতরি নিতে চলেছে মোদী সরকার। 

বেটি বাঁচাও বেটি পড়াও না, বেটি তাড়াও প্রকল্প। এই প্রকল্পকে অসন্মান করে এমন মন্তব্য এই মুখ্যমন্ত্রীর..

Image
বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্প নিয়ে ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বানার্জী। তিনি বলেন কেন্দ্র যে আসলে কাজই করতে জানে না তা স্পষ্ট। মুখ্যমন্ত্রীর কথায়, ‘কেউ কেউ বলছেন ওটা বেটি বাঁচাও, বেটি পঢ়াও প্রকল্প, কিন্তু আমি বলছি আপনাদের ওটা আসলে বেটি বাঁচাও, বেটি তাড়াও প্রকল্প।  এই জবাবে বিজেপি পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি কি বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পকে বাংলায় চালাতে দিতে চান? আপনি শুধু রাজনীতি করে যান আপনাকে এত ভালো প্রকল্প চালু করতে হবে না।দেশের সব রাজ্য এই প্রকল্প এর সুবিধা পায় কিন্তু বর্তমান সরকারের জন্য এই সুবিধা বাংলার মানুস পাচ্ছে না।

বলিউ়ডে পাকিস্তানি শিল্পীদের নিয়ে বাবুল সুপ্রিয় যা বললেন শুনলে আপনিও চমকে যাবেন..

Image
মুম্বইয়ে পাক গায়ক গুলাম আলির অনুষ্ঠানে আপত্তি করেছিল শিবসেনা। এবার শিল্প প্রতিমন্ত্রী এবং বিজেপি নেতা বাবুল সুপ্রিয় তা বলেন,তিনি বলেন ভারতে শিল্পীর অভাব নেই তারা ভারতের বাসিন্দা এবং তাদের অধিকার সবার প্রথমে তারা সুজক পায় কিন্তু হচ্ছে পুরো উল্টো। বাবুলের প্রশ্ন, যখন ভারত-পাক সীমান্তে উত্তেজনা যখন ক্রমবর্ধমান, তখন বিনোদন শিল্পের জন্য পাকিস্তানে হাত বাড়াতে হবে কেন? বলিউড ভারতীয়দের ভারতের সাধারণ মানুসের টাকাতে চলে পুরো বলিউড আর একটা জাতীয় দায়িত্ব আছে সেটা কি করে ভুলে যাচ্ছে বলিউড, পাকিস্তান সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। তাই এর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই ভারতীয় ছবিতে পাক শিল্পীদের যোগদান নিষিদ্ধ করা উচিত বলিউ়ডের।

ফের গুজরাটে গেরুয়া ঝরে চিত্পাত কংগ্রেস, দেখুন লাইভ ফলাফল..

Image
ফের দেখা গেল গেরুয়া গড়। এবারেরও  গেরুয়া ঝর গুজরাট থেকে উঠলো, আজ গুজরাটে পৌর নির্বাচনের  ফল ঘোষণা ৭৫টি পৌরসভার ফল আজ  তাই   সকাল থেকেই উত্তেজনা চলছে গুজরাটে এবার নতুন বিজেপি সরকার পৌরসভা নির্বাচন জিততে পারবে কিনা। ভোট গণনার প্রথম দিকে কংগ্রেস কিছুটা টক্কর দিলেও বেলা গড়াতে গড়াতে  বিজেপির সিট্ বাড়তে শুরু করে। ২০১৬ সালে ১২৩টির মধ্যে ১০৭টি আসন পেয়ে বড় গেরুয়া ঝর দেখিয়েছিল বিজেপি। ফলে, এবারও তেনই প্রত্যাশা রাখছে পদ্ম শিবির। দেখে মনে হচ্ছে তা পূরণ হতে চলেছে। বর্তমান ফলাফল - বিজেপি ৪৪ + কংগ্রেস ২৭ + অন্যান্য ৪ + Anandabazar Patrika

মমতার মন্ত্রীর পাশেই পিএনবি-র এর আসল প্রতারক, দেখুন চাঞ্চলকর ছবি প্রকাশ বিজেপির..

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দাঁড়ানো শিল্পপতিদের ভিড়ে পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদী এক ছবিতে থাকার জন্য বিরোধী দল গুলি তান্ডব শুরু করে দিয়েছিল তার মধ্যেই একটা দল ছিল তৃণমূল। এরপর পুরো বাজি উল্টে দিল বিজেপি সভাপতি দিলীপ ঘোষ,তিনি কিছু ছবি প্রকাশ করেন তাতে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের পাশে ‘মেহুলভাই’ জানুয়ারির শুরুতে যিনি দেশ ছেড়েছেন বলে দাবি গোয়েন্দাদের। গতকাল এই ঘটনার পর থেকে ওই ছবি রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের ওয়েবসাইটে ‘মিডিয়া’ বিভাগে এরাত পর্যন্ত ছিল কিন্তু এখন আর দেখা যাচ্ছে না।  Today Bengali News

এবার ট্রেনের গতি বাড়াতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার..

Image
সুপ্রভাত ডিজিটাল:   ট্রেনের গতি বাড়াতে ও খরচ বাঁচাতে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার। জনতার চাপের জন্য এতদিন বহু স্টেশনে ট্রেন থামিয়ে আসছিল ভারতীয় রেল। এর ফলে লাভ তো হতোনা লাভের জায়গায় লোকসনই বেশি ছিল।  এবার ওইসব স্টেশন তুলে দেওয়ার সিধান্ত নিচ্ছে ভারতীয় রেল। এবং যে যে স্টেশনে ট্রেন দাড়াবে তারও সময় কম করে দেবে রেল। কেন এই কড়া কদম তার কারণ হচ্ছে রেল এর গতি,রেল এর গতি বাড়াতে গেলে এমন কিছু কড়া কদম নিতে হবে বলে জানায় রেল ও সরকার। এর ফলে ১২,৭১৬-২৪,৫০৬ টাকাবাঁচবে বলে মনে করা হচ্ছে সরকার। জনতার সুবিধার জন্য যে যে স্টেশনে ট্রেন দাড়াবে না সেখানের জন্য বিশের ট্রেন এর ব্যবস্তা নেবে রেল সুত্রের খবর।

পাহাড়ে হিংসার জন্য দায়ী তৃণমূলের এই এজেন্ট, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের..

Image
পাহাড়ে হিংসার জন্য দায়ী তৃণমূলে,আজ বিনয় তামাংয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন পাহাড়ে অশান্তির সমস্ত বিমল গুরুং পাহাড়ে উপস্থিত ছিলেন না। ছিল বিনয় তামাং, তাহলে বিমল গুরুংকে কেন দায়ী করা হচ্ছে? না সে তৃণমূলের নেতা বলে সব ছার। বিনয় তামাংয়ের এই রাজনীতি পাহাড়ের মানুষ ভালো চোখে দেখে না এর যোগ্য জবাব পাবেন তিনি পরে। পাহাড়ের উন্নয়নে কেন্দ্র যে ৩০০ কোটি টাকা দিয়েছে, তার কোনও হিসেব নেই। সব টাকা কি তার পকেটে যাচ্ছে তাহলে। মোর্চা ভবিষ্যতে পাহাড়ে বিজেপির সঙ্গে জোট করবে না, সেটাও কড়া ভাসায় জানিয়ে দিলেন দিলীপ ঘোষ।

গ্যাস ও তেল নিয়ে চিন্তা শেষ। ভারতে ও ইরানের মহা চুক্তি দেখুন..

Image
তেল নিয়ে এবার হয়তো একটু চিন্তা কমবে। সারা বিশ্বে মধ্যে বর্তমান ভারতে আসা ও ভারতে এসে ব্যবসা করতে সব দেশই চায় আর তার আর এক প্রমান আজ পাওয়া গেলো এখন ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক মজবুত করে গড়তে চায় ইরান।  ৩ দিনের ভারত সফরে এসেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি। আজ সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এবং ওনাকে স্বাগত জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হায়দরাবাদে মক্কা মসজিদে মুসলিমদের সভায় রৌহানি বলেন, তেল, প্রাকৃতিক গ্যাস এবং সম্পদ ভারতে রফতানি করতে রাজি ইরান। ভারতকে চাবাহার বন্দর ব্যবহার করার অনুমতি দিয়েছে ইরান।

প্রিয়া প্রকাশের গানকে ধর্ম বিরোধী গান বলে আন্দোলন এই মুসলিম সংঘঠনের..

Image
ইন্টারনেটে ভাইরাল গার্ল প্রিয়া প্রকাশকে নিয়ে দেশজুড়ে আলোচনার শেষ নেই। তবে সব থেকে বেশি আলোচনা বা সমালোচনা হচ্ছে তার ভাইরাল গানের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে ধর্ম অবমাননার। প্রিয়া প্রকাশের বিখ্যাত ভাইরাল গানে নাকি ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে।  এবার প্রিয়া প্রকাশের গানকে ধর্ম বিরোধী বলে এই গানের বিরোধীতা করছে মুম্বাইয়ের রেজা একাডেমী এবং রহমানী গরুপ এর সদস্যরা। এই অভিযোগেই হায়দ্রাবাদে সিনেমার পরিচালক উমুর লুলুর-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার সাথে ফতোয়া পর্যন্ত দেওয়া হয়েছে এই এই মুসলিম সংঘঠন গুলি থেকে,সেখানে বলা হয়েছে গান এর কথা না বদলালে পুরো গানটি নিসিদ্ধ করা হবে। Anandabazar Patrika

পিএনবি কেলেঙ্কারির আসল নায়ক কোন সরকার? জানতে দেখুন এই চাঞ্চলকর তথ্যটি..

Image
সুপ্রভাত ডিজিটাল:   পিএনবি কেলেঙ্কারির নায়ক সত্যিকারের নায়ক কে? কার আমলে এই বড় চুরি? আজ সবের উত্তর পাবেন।এই প্রতারণার ঘটনায় সাধারণ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হননি কিন্তু এই কাণ্ড সামনে আসার পরে দেশের ব্যাঙ্কগুলির বিরুদ্ধে সাধারণ মানুসের ক্ষোভ বেড়েই চলেছে। পিএনবি জালিয়াতি কাণ্ডে নাম উঠে আসে হিরে ব্যবসায়ী নীরব মোদী। তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১১ হাজার ৩০০ কোটি টাকা জালিয়াতি করেন। কিন্তু সবথেকে বড় কথা হলো তিনি এই টাকা পান কবে ? ব্যাঙ্ক সূত্রের খবর থেকে জানা যায় তিনি এই টাকা পান ২০১৩ সালে। সেই সময় এর সরকার ছিল ইউপিয়ে অর্থাত কংগ্রেস সরকার। সেই সময় এর সরকারকে এলাবাহাদ ব্যাঙ্ক এর এক কর্মী বারণ করেছিল ওনাকে যেন এই লোন না দেওয়া হয়,কিন্তু তার মুখ বন্ধ করার জন্য তাকেই বরখাস্ত করে দেয় সরকার। অনার মতে ওই সময় সরকার এই লোন নিয়ে সাহায্য করেছিল তাই আজ এত বড় কান্ড আমাদের দেখতে হলো। Today Bengali News

কন্যাশ্রীর চেয়ে ভাল বেটি পড়াও। কিন্তু কেন এমন মন্তব্য রাজ্যপালের..

Image
রাজ্যপালের মন্তব্যে আবার নতুন করে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সংঘাতের আগুনে ঘি পড়ল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি শুক্রবার মন্তব্য করেন রাজ্যে 'কন্যাশ্রী' প্রকল্পের থেকে কেন্দ্রের 'বেটি বাঁচাও, বেটি পঢ়াও' প্রকল্প এগিয়ে রয়েছে। তিনি বলেন, "বেটি বাঁচাও, বেটি পঢ়াও প্রকল্পের সামাজিক গুরুত্ব অনেক বেশি। আর এর ব্যাপ্তিও বেশি। অপর দিকে কন্যাশ্রী একটি সীমিত আর্থিক প্রকল্প।" পুরমন্ত্রী ফিরহাদ হাকিম রাজ্যপালের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, "মোদী প্রকল্পের প্রচার করা ছাড়া রাজ্যপালের আর কোনো কাজ নেই। সারা বিশ্ব কন্যাশ্রীকে স্বীকৃতি দিয়েছে।"সূত্রের খবর, মোদী সরকার তাঁর এই প্রকল্পের সূচনা করেন কন্যাভ্রূণ হত্যা রুখে নারী ও পুরুষের লিঙ্গ ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে। ২০১৫ সালের আদমসুমারি অনুযায়ী, প্রতি হাজার জন পুরুষে দেশে নারীর সংখ্যা ৯৪৩। আবার অন্যদিকে কন্যা সন্তানদের উচ্চশিক্ষার অধিকারী করতে কন্যাশ্রী প্রকল্প ।

ব্রিটেনকেও পিছুনে ফেলে ভারত এবার পঞ্চম স্থানে..

Image
সেনাদের জন্য সামরিক খাতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অর্থ খরচ ভারত। বর্তমানে ব্রিটেনকে পিছনে ফেলে প্রথম ৫-এ স্থান করে নেয় ভারত। ভারতের গৌরব ভারতীয় সেনা এবং তাদের জন্য অর্থ খরজ করা মানে ভারত মাতার সেবা করা। তারা তাদের প্রাণ দিয়ে আমাদের মতো সাধারণ মানুষকে সুরক্ষা দেয়। তাদের জন্য এমন চিন্তা ভারতের বৈচিত্র্যকে তুলে ধরে। বর্তমানে ভারতীয় সেনা হলো বিশ্বের মধ্যে তৃতীয় এবং খুব তারাতারি দ্বিতীয় স্থান অধিকার করতে চলেছে ভারত।

ত্রিপুরার শেষ অঙ্কের পর ঝড়ের গতিতে আসতে চলেছে এই রাজনৈতিক দল..

Image
ত্রিপুরার সরকার এবার বিরোদী দল নিয়ে খুব চিন্তিয়।যেভাবে ত্রিপুরার রাজনীতিই শুর সিপিএম থেকে বিজেপিতে আসছে তা দেখে মনে করছে রাজনৈতিক মহল এবার ত্রিপুরা বিজেপির দখলে।আইপিএফটি-র সঙ্গে জোট বেঁধে বিজেপি এবার পুরো জোর লাগিয়ে দিচ্ছে বাম দুর্গের চির খাওয়ানোর জন্য।  বিজেপির লাগাতার প্রচার কৌশল বহু জায়গাতেই প্রভাব ফেলবে বলে সিপিএমের দলীয় নেতা-কর্মীদের একাংশের অভিমত।সিপিএমের কপালে ভাঁজ ফেলছে নতুন ভোটার। কারণটা খুব সোজা মোদী সরকার এর দিয়ে পুরো যুব সমাজ চেয়ে তো তাদের কাছ থেকে কোনো আসা নেই সিপিমের ভোটের    নির্বাচন  কমিশনের তথ্য অনুযায়ী এ বারেই প্রথম ভোটাধিকার পেয়েছেন এমন ভোটারের সংখ্যা ৪৭ হাজার ৮০৩। তাঁদের মধ্যে পুরুষের সংখ্যা ২৬ হাজার ৫৪ এবং মহিলার সংখ্যা ২১ হাজার ৭৪৫। আর এখন বর্তমানে সারা দেশে যুব সমাজ মোদীর সাথে।

সব রাজ্যে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'পরীক্ষা পে চর্চা' কিন্তু বাংলার বন্ধ কেন এই চর্চা??

Image
সুপ্রভাত ডিজিটাল: চায়ে পে চর্চার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'পরীক্ষা পর চর্চা‍' কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চায় না কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে 'পরীক্ষা পর চর্চা‍' অনুষ্ঠানটি হয়। বৃহস্পতিবার এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।  সাংবাদিকরা কারণ জানতে চাইলে তিনি বলেন পরীক্ষার সময় প্রধানমন্ত্রীর ভাষণ শোনার থেকে ছাত্রদের পড়াশুনো করা বেশি দরকারি। পশ্চিমবঙ্গ সরকার চালিত কোনও শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য দেখানো হবে না সাফ বলে দেন শিক্ষামন্ত্রী।এই সিধান্ত কি ছাত্রছাত্রীদের কথা ভেবেই নেওয়া হয়েছে না রাজনৈতিক প্রতিবন্তির কারণে এমন সিধান্ত। আজ দিল্লির তালকোটরা স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ করবেন প্রধানমন্ত্রী মোদী।এই   প্রধানমন্ত্রীর অনুষ্ঠানটি  দেখানোর ব্যবস্থাও হয়েছে সব রাজ্যে ।